আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭৯- আহকাম (রাষ্ট্রনীতি) অধ্যায়

হাদীস নং: ৬৭১২
আন্তর্জাতিক নং: ৭২০৫
- আহকাম (রাষ্ট্রনীতি) অধ্যায়
৩০৪৭. রাষ্ট্রপ্রধান কিভাবে জনগণের কাছ থেকে বায়আত গ্রহণ করবেন
৬৭১২। আমর ইবনে আলী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে দীনার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন লোকেরা আব্দুল মালিকের কাছে বায়আত গ্রহণ করল, তখন আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) তার কাছে চিঠি লিখলেন, আল্লাহর বান্দা, আব্দুল মালিক, আমীরুল মু'মিনীনের প্রতি! আমি আমার সাধ্যের আওতাভুক্ত বিষয়ে আল্লাহ ও তার রাসুল (ﷺ) এর নির্দেশিত পন্থায় তাঁর কথা শোনা ও তার আনুগত্য করার অঙ্গীকার করছি এবং আমার সন্তানরাও অনুরূপ অঙ্গীকার করছে।
كتاب الأحكام
باب كَيْفَ يُبَايِعُ الإِمَامُ النَّاسَ
7205 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ: لَمَّا بَايَعَ النَّاسُ عَبْدَ المَلِكِ كَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: إِلَى عَبْدِ اللَّهِ عَبْدِ المَلِكِ أَمِيرِ المُؤْمِنِينَ «إِنِّي أُقِرُّ بِالسَّمْعِ وَالطَّاعَةِ لِعَبْدِ اللَّهِ عَبْدِ المَلِكِ أَمِيرِ المُؤْمِنِينَ عَلَى سُنَّةِ اللَّهِ وَسُنَّةِ رَسُولِهِ، فِيمَا اسْتَطَعْتُ، وَإِنَّ بَنِيَّ قَدْ أَقَرُّوا بِذَلِكَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)