আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭৯- আহকাম (রাষ্ট্রনীতি) অধ্যায়
হাদীস নং: ৬৭১৩
আন্তর্জাতিক নং: ৭২০৬
- আহকাম (রাষ্ট্রনীতি) অধ্যায়
৩০৪৭. রাষ্ট্রপ্রধান কিভাবে জনগণের কাছ থেকে বায়আত গ্রহণ করবেন
৬৭১৩। আব্দুল্লাহ ইরন মাসলামা (রাহঃ) ......... ইয়াযীদ ইবনে আবু উবাইদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সালামা (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, হুদায়বিয়ার দিন আপনারা কোন বিষয়ে নবী (ﷺ) এর কাছে বায়’আত করেছিলেন? তিনি বললেনঃ মৃত্যুর উপর।
كتاب الأحكام
باب كَيْفَ يُبَايِعُ الإِمَامُ النَّاسَ
7206 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ: قُلْتُ لِسَلَمَةَ عَلَى أَيِّ شَيْءٍ بَايَعْتُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الحُدَيْبِيَةِ؟ قَالَ: «عَلَى المَوْتِ»
বর্ণনাকারী: