আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা

হাদীস নং: ১৩৩৬
আন্তর্জাতিক নং: ৬৪৬-২
- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
৪০. ফজরের নামায প্রত্যুষে প্রথম ওয়াক্তে যাকে ’তাগলীস’ বলা হয়, আদায় করা মুস্তাহাব এবং তাতে সূরা পাঠের পরিমাণ
১৩৩৬। উবাইদুল্লাহ ইবনে মূআয (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে আমর ইবনে হাসান ইবনে আলী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হাজ্জাজ নামায দেরী করে আদায় করতেন। অতঃপর আমরা জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) কে জিজ্ঞাসা করলে তিনি নামাযের সময় সম্পর্কে উপরোক্ত হাদীসটি বর্ণনা করেন।
كتاب المساجد ومواضع الصلاة
باب اسْتِحْبَابِ التَّبْكِيرِ بِالصُّبْحِ فِي أَوَّلِ وَقْتِهَا وَهُوَ التَّغْلِيسُ وَبَيَانِ قَدْرِ الْقِرَاءَةِ فِيهَا
وَحَدَّثَنَاهُ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، سَمِعَ مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ، قَالَ كَانَ الْحَجَّاجُ يُؤَخِّرُ الصَّلَوَاتِ فَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ بِمِثْلِ حَدِيثِ غُنْدَرٍ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)