আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৪- রোযার অধ্যায়
হাদীস নং: ২৫০৯
আন্তর্জাতিক নং: ১১২৫-২
- রোযার অধ্যায়
১৭. আশুরা দিবসে রোযা পালন করা
২৫০৯। আবু বকর ইবনে আবি শাঈবা ও আবু কুরায়ব (রাহঃ) ......... ইবনে নুমাইর থেকে এবং তিনি হিশাম (রাহঃ) থেকে এ সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে ইবনে নুমাইর এ হাদীসের প্রথমাংশে “রাসুল (ﷺ)ও এ রোযা পালন করতেন” এ কথাটির উল্লেখ করেননি। অবশ্য এ হাদীসের শেষাংশে বলেছেন, “তিনি আশূরা ছেড়ে দেন। সুতরাং যার ইচ্ছা সে এ দিন রোযা পালন করত এবং যার ইচ্ছা সে ছেড়ে দিত” এবং তিনি বর্ণনাকারী জারীরের মত এ কথাটিকে নবী (ﷺ) এর বাণীর অন্তর্ভুক্ত করেননি।
كتاب الصيام
باب صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ فِي أَوَّلِ الْحَدِيثِ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُهُ . وَقَالَ فِي آخِرِ الْحَدِيثِ وَتَرَكَ عَاشُورَاءَ فَمَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ . وَلَمْ يَجْعَلْهُ مِنْ قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَرِوَايَةِ جَرِيرٍ .