আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৪- রোযার অধ্যায়
হাদীস নং: ২৫১০
আন্তর্জাতিক নং: ১১২৫-৩
- রোযার অধ্যায়
১৭. আশুরা দিবসে রোযা পালন করা
২৫১০। আমরুন-নাকিদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, জাহিলী যুগে আশূরার দিন রোযা পালন করা হতো। এরপর যখন ইসলামের আবির্ভাব হল, তখন যার ইচ্ছা সে এ দিনে রোযা পালন করত, আর যার ইচ্ছা সে তা ছেড়ে দিত।
كتاب الصيام
باب صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ
حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - أَنَّ يَوْمَ، عَاشُورَاءَ كَانَ يُصَامُ فِي الْجَاهِلِيَّةِ فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ .