আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১০৩১৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু,
আমার বাবা একজন চাল ব্যাবসায়ি। আমি চাকুরী করি। বাবার নিজের কোনো পুঁজি নেই তাই অন্যের টাকা দিয়ে ব্যাবসা করেন অর্থাৎ অন্যের টাকা আর বাবার শ্রম মিলে মাস শেষে যা লাভ লস হয় তা অর্ধেক করে ভাগ করে নেন। কিন্তু এইভাবে বাবা ব্যাবসা করতে গিয়ে প্রাই ২৪,০০,০০০ টাকা মূলধন ঘাটতি হয় কারণ বাবার মুনাফা থেকে সংসার খরচ বেশি। বাবা এখনো ব্যবসা করে যাচ্ছেন অন্যদের কাছ থেকে পুঁজি নিয়ে। ব্যবসায় যা মুনাফা হয় তাকে ঘাটতি পুঁজি এবং নতুন পুঁজি দিয়ে ভাগ করে প্রতি লাখে যা আসে তার অর্ধেক বাবা নেন বাকি অর্ধেক পুঁজি দেনে ওয়ালা দের কে দেন। পুঁজি ঘাটতি থাকার কারণে ব্যবসায় মুনাফা কম হচ্ছে তাই পুঁজি দেনে ওয়ালারা পুঁজি নিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। চাপের কারণে এখন বাবা ব্যাংক থেকে ঋণ নিতে চাচ্ছে।

আমি আমার বেতন থেকে প্রতি মাসে বাবাকে 20000 টাকা দেই ঘাটতি পুঁজি পূরণ করার জন্য। আমার ফ্যামিলি বাবার সাথেই থাকে। আমি ঢাকায় থাকি। প্রতি সপ্তাহে একদিনের জন্য আসা-যাওয়া করি। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে আমার ফ্যামিলি ঢাকায় নিয়ে যাব। তখনও আমি বাবাকে প্রতি মাসে 20000 টাকা দিব আল্লাহ তায়ালার অশেষ রহমতে। আমি চাচ্ছি ব্যাংক থেকে ঋণ নিয়ে বাবাকে দেওয়ার জন্য আর বাবাকে যে টাকা প্রতিমাসে দিব সেটা দিয়ে ব্যাংকের কিস্তি দিবো।

এই অবস্থায় বাবার এবং আমার ব্যাংক থেকে ঋণ নেয়া কি ইসলামী শরীয়া মোতাবেক ঠিক হবে?

আমি ব্যাংক থেকে ঋণ না নেয়ার জন্য চেষ্টা করছি কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২২ নভেম্বর, ২০২১
Kishoreganj - Bhairab Rd
১০০০২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার প্রশ্ন হলো, বাংলাদেশে এমন কিছু কম্পানি আছে, যেখানে মেম্বার এড করালে কমিশনের মাধ্যমে টাকা পাওয়া যায়, যেমন আমি ৫জন মেম্বার এড করালে কমিশন পাবো ২৫ টাকা, তারপর আমি যে ৫ জনকে এড করালাম তারা যখন প্রত্যেকে ৫জন করে এড করাবে আমি তাদের থেকে ৩ টাকা করে কমিশন পাবো, এমনি করে তারা যত মেম্বার এড করাবে সকলের থেকে বসে বসে কমিশন পাবো হাজার হাজার টাকা, সতরাং আমার জানার প্রয়োজন হলো এই পদ্বতি তে বসে বসে যে টাকা পাচ্ছি তা হালাল হবে কিনা, ও অন্যদের এখানে এড করানো জায়েজ হবে কিনা, প্রশ্ন না বুঝলে 01318520678
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
৩ নভেম্বর, ২০২১
ঢাকা
৭২৯৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিবেন
১। যদি কোনো ব্যক্তি জামাতের নামাজে এসে দেখে যে কাতার পরিপূর্ণ তাহলে কাতার বাঁধার জন্য সামনের কাতার থেকে কাউকে টেনে নেওয়া জায়েজ কিনা? আর যদি জায়েজ হয় তাহলে কিভাবে টেনে আনবো ? আর যদি নাজায়েজ হয় তাহলে সে কিভাবে এবং কোথায় দাঁড়িয়ে নামাজ আদায় করবে?
২। একটা বাজারে আমার দোকান আছে। সেখানে প্রসাব করার জন্য উপযুক্ত কোনো ব্যবস্থাই নাই। তবে দোকান থেকে একটু দূরে উত্তর দক্ষিণ বরাবর একটা রাস্তার দুই পাশে দুটি ড্রেন আছে। সেখানে এক পাশের ড্রেনে বসে প্রসাব করলে মূখ পশ্চিম দিকে হয়ে যাচ্ছে। আবার অন্য পাশের ড্রেনে বসে প্রসাব করলে মূখ পূর্ব দিকে হয়ে যাচ্ছে।এই অবস্থায় আমি কিভাবে প্রসাব করব?
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
১৮ জুলাই, ২০২১
West Bengal ৭২১৪০১
৭০৫৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হযরত দোয়া রইল আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক আমিন। আমার প্রশ্নহলো অমুসলিম দেশে অমুসলিমদের কাছে নাকি এল্যকহল বিক্রি করা যায় একজন হুজুর বলেছিলো তাই আমরা কিছু এ্যলকহল উঠাইছিলাম? পরে আমার সন্দেহ লাগে বিষয় টা আবারো ভালো করি জানি জানলাম বিক্রি করা যাবে না। এখন আমার প্রশ্ন যে কিছু টাকার কেনা হয়েছে তাই বিক্রি করা যাবে কি-না?কারণ এখানে অনেক টাকার মদ কিনতে হয়েছে? প্রকাশ থাকে যে ব্যবসার অনেক টাকার লস ও আমরা অনেক টাকার দেনা আছি এমতাবস্থায় আমাদের জন্য কি করনীয় বিস্তারিত জানালে উপকৃত হবো আর আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রবাসে থাকি।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৫ জুলাই, ২০২১
Benalmadena
৭০৪৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
বিষয়:- ফ্লাক্সি লোড দিয়ে ইনকাম করা প্রসঙ্গে।
"ক" ফ্লেক্সিলোডের ব্যবসা করে। কম্পানি তার লাভের জন্য মাঝেমাঝে তাকে অফার দেয়। যেমন ১০০০ মিনিটটের বান্ডেল অফার টির মূল্য ৬০৪ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করে দেয়।
"ক" বিষয়টি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে "খ" কে জানাই।
"খ" বিষয়টি "গ" কে জানাই, কিন্তু সে মূল্য নির্ধারণ করে তিনশত ষাট টাকা।
"গ" অফারটি নিতে সম্মত হলে "খ" "গ" এর নাম্বারটি "ক" কে প্রদান করে। "ক" "গ" এর নাম্বারে বান্ডেল অফারটি প্রদান করে।
এরপর "খ" "গ" এর নিকট থেকে ৩৬০ টাকা বুঝে নেয় এবং "ক" কে ৩৫০ টাকা প্রদান করে।
উল্লেখ্য যে "খ" কর্তৃক বর্ধিত মূল্য অফার বিক্রি করার ব্যাপারে "ক" এর সম্মতি রয়েছে।
প্রশ্ন হল তাদের এই কার্যক্রম টি বৈধ হয়েছে কিনা?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৫ জুলাই, ২০২১
২XFC+৩F২