আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

২১০৭৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
[২৫:৪৩] আল ফুরকান


أَرَأَيتَ مَنِ اتَّخَذَ إِلهَهُ هَواهُ أَفَأَنتَ تَكونُ عَلَيهِ وَكيلًا

বায়ান ফাউন্ডেশন:
তুমি কি তাকে দেখনি, যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহরূপে গ্রহণ করেছে? তবুও কি তুমি তার যিম্মাদার হবে?


এই আয়াতে যে নাফসের গোলামি বলা হইছে এটা দিয়া আসলে কোন বিশয়কে বোঝানো হইছে?

আমরা সারাদিন যত কাজ করে থাকি তার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছুই নাফসের ইচ্ছাতেই করা হয়ে থাকে।
যেমন কেউ অযথা সময় নষ্ট করে, মিত্থ্যা কথা বলে, গালিগালাজ করে বা অন্য আরো জত ভাবে আমরা নাফসকে মেনে চলি।
এই সব ধরনের কাজের মাধ্যমেই কি নাফসকে ইলাহরুপে গ্রহণ করা হয়?

তাহলে কি সব ধরনের কাজ জা নাফসের আদেশে করা হয় এগুলা কি শির্ক হয়?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৫ আগস্ট, ২০২২
কালীগঞ্জ
২০৯৮২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রিয় শাইখ,,

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। কিন্তু আমার প্রশ্ন হল,,
প্রত্যেকটা প্রাণীকেই কি মৃত্যুর যন্ত্রণা করা লাগবে???
যারা পশু পাখি আছে তারাও কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করে??
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছেন??
যারা শহীদ হয় তারা কি মৃত্যু যন্ত্রণা ভোগ করে??
যারা সিদ্দিক তারা কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করে??

গত শতকে জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিল যে গাছেরও নাকি প্রাণ আছে,, তাহলে কি গাছ ও কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করে??

কুরআন হাদিসের আলোকে বিস্তারিত জানাবেন প্রিয় শায়খ,,এই অনুরোধ করছি,, আল্লাহ তায়ালা আপনার জ্ঞানে বারাকা দান করুন। আমীন
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৩০ জুলাই, ২০২২
কুড়িগ্রাম
১৮৬৪৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
স্বপ্নের তাবির জানতে চাই,
একদিন দেখলাম আমাকে দাপন করা হয়েছে, আর আমি চিৎকার করে বলতেছি এখনি কেনো আমাকে আর একটু সময় দাও সন্তানদের কে একটা ফয়সালা করি, ওদের জন্য কিছু করা হয়নি এখনোও অনেক বাকি ওরা কয় যাবে এইভাবে জেগে উঠলাম, ।

নিজেকে প্রায় ই এখন মৃত লাশের মত কাপনে মোড়ানো অবস্থায় আবিস্কার করি।

আবার কখনোও নিজেকে মক্কা মদিনার দিকে যেতে দেখি।

আবার কখনোও নিজেকে নামাজের ইমামতিতে।

ইদানীং খুব আশ্চর্যজনক স্বপ্ন দেখছি।

তবে ঘুমে বা জেগে চোখ বন্ধ করলেই কাপনের কাপড়ে মোড়ানো অবস্থায় আবিস্কার করতেছি

সত্যি অনেক ভয় কাজ করতেছে ইদানীং অনেক অনেক ভয়

কি হতে পারে এই স্বপ্ন গুলোর তাবির
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৩ মে, ২০২২
ভৈরব
১৮৪৪৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,
১। শায়খ আমি একটা হাদিস শুনেছি পুকুরের পানির রং পরিবর্তন হলে কিবা গন্ধ পরিবর্তন হলে ওই পুকুরে পরিষ্কার হওয়া যাবেনা। এখন আমার মনে হচ্ছে আমাদের পুকুরের পানির রং পরিবর্তন হয়েছে সুতরাং আমি কি আমার পুকুরে পরিষ্কার হতে পারব?
২। শায়খ একটা কথা শুনেছি যে সন্তানের নাবালক থাকা অবস্থায় কোনো ভালো কাজ করলে তা তার অধিনস্ত অভিভাবকের উপর বর্তাবে, এখন যদি সেই অবস্থা কোন খারাপ কাজও করে তাও কি অভিভাবকের উপর বর্তাবে?
৩। শায়খ কেউ যদি কোন জারপুক বা মিলাদ মাহফিল করে নির্দিষ্ট পরিমান টাকা দাবি করে তা কি শরীয়ত সম্পন্ন হবে কিবা দাবি করা যাবে কি না?
৪। শায়খ আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে গ্লাসের পানি উপর থেকে পাঁচ আঙ্গুল দিয়ে ধরা ঠিক না ধরলে নাকি হারাম হয়ে যায় আপনার মতামত কি এটা কি শরীয়ত সম্পন্ন কথা?
৫। শায়খ চোখে সমস্যা থাকার কারণে ওযু করার পরও যদি চোখ থেকে পানি বাহির হয়ে গড়িয়ে পড়ে তাহলে কি ওযু ভঙ্গ হয়ে যাবে?
৬। শায়খ পুরুষ কি লাল জুতা পড়তে পারবে?
৭। শায়খ যেহেতু মহিলাদের পোশাক পুরুষেরা করতে পড়তে পারবে না সেহেতু আমি আমার মায়ের শাল বা চা‌ঁদর পড়তে পারবো কিনা?
৮। শায়খ নামাজের মধ্যে কোথায় কোথায় দোয়া করা যায়? আর নামাজের মধ্যে নাজায়েজ কোন দোয়া করলে নামাজ কি ভেঙে যাবে? আর দুনিয়াবী দোয়া করতে গিয়ে কান্না করলে নামাজ কি ভেঙে যাবে যে কান্নাটা করবে এই উদ্দেশ্যে যে কান্নার ফলে আল্লাহ দোয়া কবুল করবে? আর দোয়া করার সময় কান্না না করলে দোয়া কবুল হয় তা কি ঠিক?
৯। শায়খ কাউকে বিয়ে না করে তালাক দেওয়া যায় কি? আর কেউ যদি তালাক দেয় তাহলে কি সে যাকে তালাক দিয়েছে তাে বিয়ে করতে পারবে??
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৬ মে, ২০২২
নোয়াখালী
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা