আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১১৭২১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম মুফতি সাহেব;আমার জানার বিষয় হল দেশ-গ্রামে অথবা কখনো ঢাকা শহরেও অনেক ব্যক্তি বিভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য মসজিদে মানত করেন।
১.মসজিদে মানত করা বৈধ কিনা?
২. অনেকে নগদ টাকা ব্যতিরেকে বিভিন্ন পশু যেমন গরু ছাগল মুরগি ইত্যাদি দিয়ে থাকেন, এক্ষেত্রে অনেকে বলে থাকেন,মসজিদে যে মানত এর পশু দেওয়া হয়েছে এই পশু বিক্রি করে এর টাকা মসজিদ ফান্ডে জমা দিতে হবে, এই কথাটা কতটুকু সঠিক?
৩. কোন মসজিদের ইমাম যদি উক্ত মানুষের পশু নিজে ভক্ষণ করে ফেলেন, তাহলে উক্ত পশুর মূল্য মসজিদে দান করে দিতে হবে??
অনুগ্রহপূর্বক বিষয় গুলোর সমাধান দিবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৫ ডিসেম্বর, ২০২১
ঢাকা
১১৩৬৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,প্রিয় শায়েখ,
আমার প্রশ্নটি হচ্ছে, আমার কাছে আমার এক ভাই জানতে চেয়েছেন যে তিনি যেখানে কর্মরত আছেন সেখানে কাজ করার সময় প্রায় তার মালিকের মালামাল নষ্ট করে ফেলেন এবং মালিকের গালাগালি ও তার বেতন থেকে টাকা কাটার ভয়ে সে ওই মালামাল গুলো মালিককে না জানিয়ে ফেলে দেয় আর আরেকটি কথা হচ্ছে তার এক দিনের বেতন ১৫০০ টাকা আর মালিকের
মালামালের দাম ও ১৫০০ টাকা, এখন সে কি করবে তার মালিককে জানিয়ে দিবে যে সে ওই মালামাল গুলো নস্ট করে ফেলেছে নাকি বলবে না এবং তার ওই টাকা তা কি হালাল হচ্ছে? এছাড়াও তার উপর তার পরিবারের দায়িত্ব সে যদি তার বেতন মালিককে দিয়েও দেয় তাহলে তার পরিবারের পক্ষে কস্ট হয়ে যাবে। এখন সে কি করবে? দয়া করে আমার এই লম্বা প্রশ্নটির উত্তর দিবেন। জাযাকাল্লাহ
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১৪ ডিসেম্বর, ২০২১
নারায়নগঞ্জ
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা