আলফিয়্যাতুল হাদীস
মৃত ব্যক্তির গোসল ও কাফন পরানো -এর বিষয়সমূহ
৫ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১৬৩৪
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন।
মৃত ব্যক্তিকে গোসল দান করা ফরয। তবে ফরযে কেফায়া। কেহ গোসল দান করিলে অপর লোকেরা এই দায়িত্ব হইতে অব্যাহতি লাভ করে। মৃতের গোসলে নাকে পানি দেওয়া ও কুল্লি করান নাই।
পুরুষকে তিন কাপড়ে দাফন করা সুন্নত। (১) কামীস – ইহা গলা হইতে পা পর্যন্ত। (২) ইযার—ইহা মাথা হইতে পা পর্যন্ত। (৩) লেফাফা—ইহাও মাথা হইতে পা পর্যন্ত, তবে বাঁধিবার জন্য ইহার দুই দিকেই কিছু লম্বা রাখিতে হয়। মেয়েলোককে পাঁচ কাপড়ে দাফন করা সুন্নত। কামীস, ইয়ার, লেফাফা, সিনাবন্ধ ও খেমার। সিনাবন্ধ – বগল হইতে হাঁটু পর্যন্ত লম্বা হয়। খেমার—ইহা মাথার উপরে দেওয়া হয় এবং পাশে এক বিঘৎ লম্বা হইলেও চলে।
প্রথমে লেফাফা বিছাইবে। ইহার উপর ইযার বিছাইবে, অতঃপর মুর্দাকে কামীস পরাইয়া ইহার উপর শোয়াইবে। স্ত্রীলোককে কামীস পরানোর পর সিনাবন্ধ ও খেমার পরাইবে। গোসল ও কাফনের বিস্তারিত বিবরণ ফেকাহর কিতাবে দেখিয়া লইবে। — অনুবাদক
১৬৩৪। হযরত উম্মে আতিয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট পৌঁছিলেন, আমরা তখন তাঁহার কন্যা (জয়নব)কে গোসল দান করিতেছিলাম। তিনি আমাদের বলিলেন তাহাকে তিনবার অথবা পাঁচবার অথবা ইহা অপেক্ষা অধিকবার গোসল দান কর—যদি তোমরা আবশ্যক মনে কর বরই পাতার জোশ দেওয়া পানি দ্বারা। কিন্তু শেষবারে কাফুর দিবে। অথবা তিনি বলিয়াছেন, কিছু কাফুর দিবে। যখন তোমরা গোসল দিয়া সারিবে আমাকে খবর দিবে। উম্মে আতিয়া বলেন, আমরা যখন গোসল দিয়া সারিলাম, হুযুরকে খবর দিলাম। হুযুর তখন আমাদিগকে তাহার একটি তহবন্দ ছুড়িয়া দিলেন এবং বলিলেন, ইহা তাহাকে কার্মীসরূপে পরাইয়া দাও।
অপর বর্ণনায় রহিয়াছে, হুযূর আমাদের বলিলেন, বেজোড় গোসল দান করিবে—তিনবার, পাঁচবার অথবা সাতবার এবং গোসল ডান দিক হইতে আরম্ভ করিবে ও ওযুর স্থানসমূহ হইতে আরম্ভ করিবে। উম্মে আতিয়া বলেন, আমরা তাহার চুলকে তিনটি বেণীতে ভাগ করিলাম এবং তাহার পিছন দিকে ছাড়িয়া দিলাম। মোত্তাঃ
كتاب الجنائز
بَابُ غُسْلِ الْمَيِّتِ وَتَكْفِيْنِه
عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ: دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نُغَسِّلُ ابْنَتَهُ فَقَالَ: اغْسِلْنَهَا ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكِ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي فَلَمَّا فَرَغْنَا آذناه فَألْقى إِلَيْنَا حقوه وَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ» وَفِي رِوَايَةٍ: اغْسِلْنَهَا وِتْرًا: ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا وَابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا . وَقَالَتْ فَضَفَّرْنَا شَعَرَهَا ثَلَاثَةَ قُرُونٍ فألقيناها خلفهَا
তাহকীক:
সহীহ বুখারী
হাদীস নং: ১১৯০
আন্তর্জাতিক নং: ১২৬৪
- জানাযার অধ্যায়
৮০১. কাফনের জন্য সাদা কাপড়।
১১৯০। মুহাম্মাদ ইবনে মুকাতিল (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) কে তিনখানা ইয়ামানী সাহুলী সাদা সূতী কাপড় দিয়ে কাফন দেওয়া হয়। তাঁর মধ্যে কামীস এবং পাগড়ী ছিল না।
كتاب الجنائز
باب الثِّيَابِ الْبِيضِ لِلْكَفَنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُفِّنَ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ يَمَانِيَةٍ بِيضٍ سَحُولِيَّةٍ مِنْ كُرْسُفٍ، لَيْسَ فِيهِنَّ قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ.
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১৬৩৬
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৩৬। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমাদের কেহ যখন তাহার ভাইকে কাফন দান করে, যেন উত্তমরূপে কাফন দান
করে তাহাকে। —মুসলিম
كتاب الجنائز
بَابُ غُسْلِ الْمَيِّتِ وَتَكْفِيْنِه
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَفَّنَ أَحَدُكُمْ أَخَاهُ فليحسن كَفنه» . رَوَاهُ مُسلم
তাহকীক:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১৬৩৮
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৩৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা তোমাদের সাদা কাপড় পরিধান করিবে! কেননা, ইহাই তোমাদের কাপড় সমূহের মধ্যে উত্তম এবং ইহা দ্বারাই তোমাদের মুর্দারের কাফন দিবে। আর তোমাদের সুর্যা জাতীয় জিনিসসমূহের মধ্যে 'ইসমিদ'ই হইল উত্তম! কেননা, উহা কেশ জন্মায় এবং দৃষ্টিশক্তি বাড়ায়। –আবু দাউদ ও তিরমিযী; কিন্তু ইবনে মাজাহ্—'মুর্দারের' পর্যন্ত বর্ণনা করিয়াছেন।
كتاب الجنائز
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْبَسُوا مِنْ ثِيَابِكُمُ الْبَيَاضَ فَإِنَّهَا مَنْ خَيْرِ ثِيَابِكُمْ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ وَمِنْ خَيْرِ أَكْحَالِكُمُ الْإِثْمِدُ فَإِنَّهُ يُنْبِتُ الشّعْر ويجلوا الْبَصَر» . رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ
তাহকীক:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১৬৩৯
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৩৯। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কাফনে বেশী দামী কাপড় ব্যবহার করিও না। কেননা, উহা অচিরেই নষ্ট হইয়া যাইবে। —আবু দাউদ
كتاب الجنائز
وَعَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَغَالَوْا فِي الْكَفَنِ فَإِنَّهُ يُسْلَبُ سَلْبًا سَرِيعًا» . رَوَاهُ أَبُو دَاوُدَ
তাহকীক: