আলফিয়্যাতুল হাদীস
দান-সাদাকা ও আল্লাহর ওয়াস্তে ব্যয় করার ফযিলত -এর বিষয়সমূহ
৫ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং: ৪৯৬১
আন্তর্জাতিক নং: ৫৩৫২
- ভরণ পোষণ বাসস্থান অধ্যায়
পরিবার-পরিজনের জন্য খরচ করার ফযীলত।
৪৯৬১। ইসমা‘ঈল (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ বলেন, খরচ কর, হে, আদম সন্তান! আমিও খরচ করবো তোমার প্রতি।
كتاب النفقات
باب فَضْلِ النَّفَقَةِ عَلَى الأَهْلِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قَالَ اللَّهُ أَنْفِقْ يَا ابْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْكَ ".
তাহকীক:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১৮৬১
- যাকাতের অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৬১। হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছেন দান করিতে থাকিবে এবং হিসাব করিবে না উহাতে, যাহাতে হিসাব করেন আল্লাহ্ তোমাকে দান করিতে এবং ধরিয়া রাখিবে না যাহাতে আল্লাহ্ ধরিয়া রাখেন তোমার ব্যাপারে। তোমার সামর্থ্য অনুসারে সামান্য হইলেও দান করিবে। মোত্তাঃ
كتاب الزكاة
بَابُ الْإِنْفَاقِ وَكَرَاهِيَةِ الْإِمْسَاكِ
وَعَنْ أَسْمَاءَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَفِقِي وَلَا تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ وَلَا تُوعِي فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ ارْضَخِي مَا اسْتَطَعْتِ»
তাহকীক:
জামে' তিরমিযী
হাদীস নং: ৬৬৪
আন্তর্জাতিক নং: ৬৬৪
নবীজী ﷺ থেকে বর্ণিত যাকাত অধ্যায়
সাদ্কার ফযীলত।
৬৬১. উকবা ইবনে মুকয়াম আম্মী আল-বসরী ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সাদ্কা অবশ্যই রবের (আল্লাহ্ তাআলার) ক্রোধ প্রশমিত করে এবং অপমৃত্যু রোধ করে।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি এই সূত্রে গারীব।
كتاب الزكاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي فَضْلِ الصَّدَقَةِ
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عِيسَى الْخَزَّازُ الْبَصْرِيُّ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
তাহকীক:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১৯২৫
- যাকাতের অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯২৫। তাবেয়ী হযরত মারসাদ ইবনে আব্দুল্লাহ্ (রঃ) বলেন, আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জনৈক সাহাবী বলিয়াছেন, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছেন, কিয়ামতের দিন মু'মিনের ছায়া হইবে তাহার দান। —আহমদ
كتاب الزكاة
وَعَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنِي بَعْضِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ ظِلَّ الْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَة صدقته» . رَوَاهُ أَحْمد
তাহকীক:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১৯২৮
- যাকাতের অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯২৮। হযরত আবু উমামাহ্ (রাঃ) বলেন, একদা হযরত আবু যর গেফারী (রাঃ) জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর নবী! বলুন, দান কি? (অর্থাৎ, উহার সওয়াব কি ?) হুযূর (ﷺ) বলিলেনঃ উহার অনেক গুণ এবং আল্লাহর নিকট ইহারও অধিক রহিয়াছে। (যাহাকে চাহেন বহু অধিক দান করেন।) – আহমদ
كتاب الزكاة
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ أَبُو ذَرٍّ: يَا نَبِيَّ اللَّهِ أَرَأَيْتَ الصَّدَقَةُ مَاذَا هِيَ؟ قَالَ: «أَضْعَافٌ مُضَاعَفَةٌ وَعِنْدَ اللَّهِ الْمَزِيدُ» . رَوَاهُ أَحْمد
তাহকীক: