আলফিয়্যাতুল হাদীস

সর্বোত্তম যিকির -এর বিষয়সমূহ

টি হাদীস

জামে' তিরমিযী

হাদীস নং: ৩৩৮৩
আন্তর্জাতিক নং: ৩৩৮৩
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
মুসলিমের দুআ কবুল হয়
৩৩৮৩. ইয়াহয়া ইবনে হাবীব ইবনে আরাবী (রাহঃ) ..... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, সর্বোত্তম যিক্‌র হল ’লা ইলাহ ইল্লাল্লাহ’ আর সর্বোত্তম দুআ হল ’আলহামদুলিল্লাহ’। ইবনে মাজাহ হাদীসটি হাসান-গারীব। মুসা ইবনে ইবরাহীম (রাহঃ) এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আলী ইবনুল মাদীনী প্রমুখ (রাহঃ) এ হাদীসটি মুসা ইবনে ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেছেন।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ أَنَّ دَعْوَةَ الْمُسْلِمِ مُسْتَجَابَةٌ
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرٍ الأَنْصَارِيُّ، قَالَ سَمِعْتُ طَلْحَةَ بْنَ خِرَاشٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، رضى الله عنهما يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " أَفْضَلُ الذِّكْرِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَفْضَلُ الدُّعَاءِ الْحَمْدُ لِلَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ . وَقَدْ رَوَى عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ وَغَيْرُ وَاحِدٍ عَنْ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ هَذَا الْحَدِيثَ .

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ২৩০৯
- যাবতীয় দোয়া-যিক্‌র
১. দ্বিতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩০৯। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ একদা মুসা (আঃ) বলিলেন, পরওয়ারদেগার! আমাকে এমন একটি বাক্য বালাইয়া দাও যদ্দ্বারা আমি তোমার যিকর করিতে পারি অথবা বলিয়াছেন, তোমার নিকট দো'আ করিতে পারি। আল্লাহ্ বলিলেন, তুমি বলিবে, 'লা ইলাহা ইল্লাল্লাহ্।' তখন মুসা বলিলেন, পরওয়ারদেগার! তোমার সকল বান্দাই তো ইহা বলিয়া থাকে। আমি তো তোমার নিকট একটি বিশেষ বাক্য চাহিতেছি। তখন আল্লাহ্ বলিলেন, মুসা যদি সপ্ত আকাশ আর আমি ভিন্ন উহার সমস্ত অধিবাসী এবং সপ্ত পৃথিবী এক পাল্লায় রাখা হয়, আর 'লা ইলাহা ইল্লাল্লাহ্' অপর পাল্লায় রাখা হয়, তবে নিশ্চয়ই, 'লা ইলাহা ইল্লাল্লাহ্-এর পাল্লা ভারী হইবে। — শরহুস সুন্নাহ্
كتاب الدعوات
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ مُوسَى عَلَيْهِ السَّلَامُ: يَا رَبِّ عَلِّمْنِي شَيْئًا أَذْكُرُكَ بِهِ وَأَدْعُوكَ بِهِ فَقَالَ: يَا مُوسَى قُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَالَ: يَا رَبِّ كلُّ عبادكَ يقولُ هَذَا إِنَّما أيد شَيْئًا تَخُصُّنِي بِهِ قَالَ: يَا مُوسَى لَوْ أَنَّ السَّمَاوَاتِ السَّبْعَ وَعَامِرَهُنَّ غَيْرِي وَالْأَرَضِينَ السَّبْعَ وُضِعْنَ فِي كِفَّةٍ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ فِي كِفَّةٍ لَمَالَتْ بِهِنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ . رَوَاهُ فِي شرح السّنة