আনওয়ারুল হাদীস

যে কাজটি করলে কঠিন অন্তর নরম হয় -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ৫০০১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. তৃতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৫০০১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, একদা এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া নিজের হৃদয়ের কাঠিন্য সম্পর্কে অভিযোগ করিল। তিনি বলিলেনঃ ইয়াতীমের মাথায় হাত বুলাও এবং মিসকীনকে খানা খাওয়াও। —আহ্‌মদ
كتاب الآداب
وَعَن أبي

هُرَيْرَة أَنَّ رَجُلًا شَكَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْوَةَ قَلْبِهِ فَقَالَ: «امْسَحْ رَأْسَ الْيَتِيم وَأطْعم الْمِسْكِين» . رَوَاهُ أَحْمد