আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ৩৭৫৯
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৫৯. হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম, আল্লাহর কাছে কোন কাজ অধিক প্রিয়? তিনি বললেনঃ সময়মত সালাত আদায় করা। আমি বললাম: তারপর কোনটি? তিনি বললেন: পিতামাতার সাথে সদাচরণ করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন: আল্লাহর পথে জিহাদ।
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3759- عَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ سَأَلت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الْعَمَل أحب إِلَى الله قَالَ الصَّلَاة على وَقتهَا
قلت ثمَّ أَي قَالَ بر الْوَالِدين
قلت ثمَّ أَي قَالَ الْجِهَاد فِي سَبِيل الله
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
قلت ثمَّ أَي قَالَ بر الْوَالِدين
قلت ثمَّ أَي قَالَ الْجِهَاد فِي سَبِيل الله
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩৭৬০
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৬০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন সন্তান (যথাযথভাবে) তার পিতার প্রতিদান আদায় করতে পারে না, তবে সে যদি তাকে গোলাম হিসেবে পায় এবং ক্রয় করে মুক্ত করে দেয়।
(আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজা বর্ণিত।)
(আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজা বর্ণিত।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3760- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يَجْزِي ولد وَالِده إِلَّا أَن يجده مَمْلُوكا فيشتريه فيعتقه
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩৭৬১
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৬১. হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: এক ব্যক্তি বাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে জিহাদে অংশগ্রহণের অনুমতি চাইল। তিনি তাকে বললেনঃ তোমার পিতামাতা কি জীবিত আছে? সে বলল: হাঁ। তিনি বললেনঃ তুমি উভয়ের খিদমতে জিহাদের হক আদায় কর।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, ও নাসাঈ বর্ণিত।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, ও নাসাঈ বর্ণিত।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3761- وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا قَالَ جَاءَ رجل إِلَى نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم فاستأذنه فِي الْجِهَاد فَقَالَ أَحَي والداك قَالَ نعم قَالَ فيهمَا فَجَاهد
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩৭৬২
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৬২. মুসলিমের অন্য বর্ণনায় আছে, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এসে বলল, আমি আপনার হাতে হিজরত ও জিহাদের বায়'আত হতে চাই, যার বিনিময়ে আমি আপনার কাছে পুরস্কার কামনা করি। তিনি বললেনঃ তোমার পিতামাতার দু'জনের একজনও কি জীবিত আছেন। তিনি বললেনঃ হাঁ, দুজনেই জীবিত। নবী (ﷺ) বললেন, তুমি কি (তাদের খিদমত করে) আল্লাহর নিকট পুরস্কার চাইবে না? সে বলল: হাঁ। তিনি বললেন: তুমি তোমার পিতামাতার নিকট ফিরে যাও এবং তাদের উত্তম সাহচর্য লাভ কর।
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3762- وَفِي رِوَايَة لمُسلم قَالَ أقبل رجل إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أُبَايِعك على الْهِجْرَة وَالْجهَاد أَبْتَغِي الْأجر من الله قَالَ فَهَل من والديك أحد حَيّ قَالَ نعم بل كِلَاهُمَا حَيّ
قَالَ فتبتغي الْأجر من الله قَالَ نعم قَالَ فَارْجِع إِلَى والديك فَأحْسن صحبتهما
قَالَ فتبتغي الْأجر من الله قَالَ نعم قَالَ فَارْجِع إِلَى والديك فَأحْسن صحبتهما

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩৭৬৩
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৬৩. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এসে বলল: আমি আমার পিতামাতাকে ক্রন্দনরত অবস্থায় রেখে আপনার নিকট হিজরতের উপর বায়'আত করার জন্য এসেছি। তিনি বললেনঃ তুমি তাদের কাছে চলে যাও এবং তাদের যেরূপ কাঁদিয়েছ, অনুরূণ হাসাও।
(আবু দাউদ বর্ণিত।)
(আবু দাউদ বর্ণিত।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3763- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ جَاءَ رجل إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ جِئْت أُبَايِعك على الْهِجْرَة وَتركت أَبَوي يَبْكِيَانِ فَقَالَ ارْجع إِلَيْهِمَا فأضحكهما كَمَا أبكيتهما
رَوَاهُ أَبُو دَاوُد
رَوَاهُ أَبُو دَاوُد

তাহকীক:
হাদীস নং: ৩৭৬৪
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৬৪. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। এক ইয়ামানী হিজরত করে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এলো তিনি তাকে বললেন: ইয়ামানে তোমার কেউ আছে কি? সে বলল: আমার পিতামাতা আছেন। তিনি বললেন: তারা কি তোমাকে (আসার) অনুমতি দিয়েছে? সে বলল: না, তিনি বললেনঃ তুমি তাদের নিকট ফিরে যাও এবং উভয়ের অনুমতি নিয়ে এসো। তারা অনুমতি দিলে তুমি জিহাদে অংশগ্রহণ করবে, অন্যথায় সদাচরণের মাধ্যমে তাঁদের সন্তুষ্টি কামনা করবে।
(আবু দাউদ বর্ণিত।)
(আবু দাউদ বর্ণিত।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3764- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ أَن رجلا من أهل الْيمن هَاجر إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ هَل لَك أحد بِالْيمن قَالَ أبواي
قَالَ أذنا لَك قَالَ لَا
قَالَ فَارْجِع إِلَيْهِمَا فاستأذنهما فَإِن أذنا لَك فَجَاهد وَإِلَّا فبرهما
رَوَاهُ أَبُو دَاوُد
قَالَ أذنا لَك قَالَ لَا
قَالَ فَارْجِع إِلَيْهِمَا فاستأذنهما فَإِن أذنا لَك فَجَاهد وَإِلَّا فبرهما
رَوَاهُ أَبُو دَاوُد

তাহকীক:
হাদীস নং: ৩৭৬৫
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৬৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে জিহাদের অনুমতি চাইল। তিনি বললেনঃ তোমার পিতামাতা উভয় কি জীবিত আছে। সে বলল হাঁ। তিনি বললেন, তুমি উভয়ের খিদমত করে জিহাদের সাওয়াব অর্জন কর। 
(মুসলিম, আবু দাউদ ও অন্যান্য বর্ণিত।)
(মুসলিম, আবু দাউদ ও অন্যান্য বর্ণিত।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3765- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَسْتَأْذِنهُ فِي الْجِهَاد فَقَالَ أَحَي والداك قَالَ نعم
قَالَ ففيهما فَجَاهد
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَغَيره
قَالَ ففيهما فَجَاهد
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَغَيره

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩৭৬৬
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৬৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এসে বলল: আমি জিহাদ করতে আগ্রহী, কিন্তু তার সামর্থ্য আমার নেই। তিনি বললেন, তোমার পিতামাতা উভয়ের মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল: আমার মা জীবিত আছেন। তিনি বললেনঃ তার সাথে সদাচরণ করে আল্লাহর সাক্ষাতে যাও। এরূপ করলে তুমি একজন হাজী, উমরাকারী ও মুজাহিদরূপে গণ্য হবে। 
(আবু ই'আলা, তাবারানীর সাগীর ও আওসাত গ্রন্থ এবং উভয়টি উত্তম সনদে বর্ণিত। মায়মুন ইবনে নাজীহকে ইবনে হিব্বান (র) বিশ্বস্ত বলেছেন। অপরাপর বর্ণনাকরীগণ বিশ্বস্ত ও প্রসিদ্ধ।)
(আবু ই'আলা, তাবারানীর সাগীর ও আওসাত গ্রন্থ এবং উভয়টি উত্তম সনদে বর্ণিত। মায়মুন ইবনে নাজীহকে ইবনে হিব্বান (র) বিশ্বস্ত বলেছেন। অপরাপর বর্ণনাকরীগণ বিশ্বস্ত ও প্রসিদ্ধ।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3766- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ أَتَى رجل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِنِّي أشتهي الْجِهَاد وَلَا أقدر عَلَيْهِ
قَالَ هَل بَقِي من والديك أحد قَالَ أُمِّي قَالَ قَابل الله فِي برهَا فَإِذا فعلت ذَلِك فَأَنت حَاج ومعتمر وَمُجاهد
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وإسنادهما جيد مَيْمُون بن نجيح وَثَّقَهُ ابْن حبَان وَبَقِيَّة رُوَاته ثِقَات مَشْهُورُونَ
قَالَ هَل بَقِي من والديك أحد قَالَ أُمِّي قَالَ قَابل الله فِي برهَا فَإِذا فعلت ذَلِك فَأَنت حَاج ومعتمر وَمُجاهد
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وإسنادهما جيد مَيْمُون بن نجيح وَثَّقَهُ ابْن حبَان وَبَقِيَّة رُوَاته ثِقَات مَشْهُورُونَ

তাহকীক:
হাদীস নং: ৩৭৬৭
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৬৭. হযরত তালহা ইবনে মু'আবিয়া সুলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আমি একবার নবী (ﷺ)-এর কাছে গেলাম। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি আল্লাহর পথে জিহাদ করার ইচ্ছা করেছি। (এ ব্যাপারে আপনার অভিমত কি?) তিনি বললেনঃ তোমার মা কি জীবিত আছে? আমি বললাম: হাঁ। নবী (ﷺ) বললেনঃ তার খিদমত (তোমার উপর) আবশ্যক করে নাও, আর সেখানেই জান্নাত। 
(তাবারানী বর্ণিত।)
(তাবারানী বর্ণিত।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3767- وَرُوِيَ عَن طَلْحَة بن مُعَاوِيَة السّلمِيّ رَضِي الله عَنهُ قَالَ أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقلت يَا رَسُول الله إِنِّي أُرِيد الْجِهَاد فِي سَبِيل الله قَالَ أمك حَيَّة قلت نعم قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الزم رجلهَا فثم الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ

তাহকীক:
হাদীস নং: ৩৭৬৮
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৬৮. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। একদা জনৈক ব্যক্তি বলল: ইয়া রাসূলাল্লাহ্! সন্তানের উপর পিতামাতার কী হক রয়েছে। তিনি বললেন। তারা তোমার জান্নাত এবং জাহান্নাম।
(ইবনে মাজা আলী ইবনে ইয়াযীদ থেকে, তিনি কাসিম সূত্রে বর্ণনা করেন।)
(ইবনে মাজা আলী ইবনে ইয়াযীদ থেকে, তিনি কাসিম সূত্রে বর্ণনা করেন।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3768- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رجلا قَالَ يَا رَسُول الله مَا حق الْوَالِدين على ولدهما قَالَ هما جنتك ونارك
رَوَاهُ ابْن مَاجَه من طَرِيق عَليّ بن يزِيد عَن الْقَاسِم
رَوَاهُ ابْن مَاجَه من طَرِيق عَليّ بن يزِيد عَن الْقَاسِم

তাহকীক:
হাদীস নং: ৩৭৬৯
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৬৯. হযরত মু'আবিয়া ইবনে জাহিমা (রা) থেকে বর্ণিত। একবার জাহিম (রা) নবী (ﷺ)-এর নিকট এসে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি জিহাদ করার ইচ্ছা করেছি এবং এ বিষয়ে আপনার সাথে পরামর্শ করতে এসেছি। তিনি বললেনঃ তোমার মা (জীবিত) আছে কি? সে বলল: হাঁ। তিনি বললেনঃ তার খিদমত তুমি অনিবার্য করে নাও। কেননা, জান্নাত তার পদতলে। 
(ইবনে মাজা, নাসাঈ নিজ শব্দে ও হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) বলেনঃ হাদীসটির সনদসূত্র বিশুদ্ধ।)
(ইবনে মাজা, নাসাঈ নিজ শব্দে ও হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) বলেনঃ হাদীসটির সনদসূত্র বিশুদ্ধ।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3769- وَعَن مُعَاوِيَة بن جاهمة أَن جاهمة جَاءَ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أردْت أَن أغزو وَقد جِئْت أستشيرك فَقَالَ هَل لَك من أم قَالَ نعم قَالَ فالزمها فَإِن الْجنَّة عِنْد رجلهَا
رَوَاهُ ابْن مَاجَه وَالنَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ ابْن مَاجَه وَالنَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد

তাহকীক:
হাদীস নং: ৩৭৭০
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৭০. তাবারানী উত্তম সনদসূত্র নিজ শব্দে বর্ণনা করেন। তিনি বলেছেন: আমি জিহাদে অংশগ্রহণের ব্যাপারে নবী (ﷺ)-এর কাছে পরামর্শ নিতে এলাম। তখন নবী (ﷺ) বললেন: তোমার পিতামাতা (জীবিত) আছে কী? আমি বললামঃ হাঁ। তিনি বললেনঃ তুমি তাদের খিদমত অনিবার্য করে নাও। কেননা, জান্নাত তাদের পদতলে অবস্থিত।
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3770- وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد وَلَفظه قَالَ أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَسْتَشِيرهُ فِي الْجِهَاد فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَلَك والدان قلت نعم
قَالَ الزمهما فَإِن الْجنَّة تَحت أرجلهما
قَالَ الزمهما فَإِن الْجنَّة تَحت أرجلهما

তাহকীক:
হাদীস নং: ৩৭৭১
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৭১. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। একদা এক ব্যক্তি তার নিকট এসে বলল: আমার এক স্ত্রী রয়েছে, আর আমার মা তাকে তালাক দিতে বলছেন (এ অবস্থায় আমি কি করব?) তিনি বললেন: আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। পিতা হলেন জান্নাত লাভের উত্তম দরজা। তুমি চাইলে তা বিনষ্ট কর, অন্যথায় তা সংরক্ষণ কর।
(ইবনে মাজা, তিরমিযী নিজে বর্ণনা করেন। তিনি বলেনঃ সুফিয়ান তাঁর কোন বর্ণনায় أمى (আমার মা) এবং কোন বর্ণনায় أبى (আমার পিতা) বলছেন: ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি সহীহ।)
(ইবনে মাজা, তিরমিযী নিজে বর্ণনা করেন। তিনি বলেনঃ সুফিয়ান তাঁর কোন বর্ণনায় أمى (আমার মা) এবং কোন বর্ণনায় أبى (আমার পিতা) বলছেন: ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি সহীহ।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3771- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ أَن رجلا أَتَاهُ فَقَالَ إِن لي امْرَأَة وَإِن أُمِّي تَأْمُرنِي بِطَلَاقِهَا فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الْوَالِد أَوسط أَبْوَاب الْجنَّة فَإِن شِئْت فأضع هَذَا الْبَاب أَو احفظه
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ رُبمَا قَالَ سُفْيَان أُمِّي وَرُبمَا قَالَ أبي قَالَ التِّرْمِذِيّ حَدِيث صَحِيح
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ رُبمَا قَالَ سُفْيَان أُمِّي وَرُبمَا قَالَ أبي قَالَ التِّرْمِذِيّ حَدِيث صَحِيح

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩৭৭২
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৭২. ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে নিজ শব্দে বর্ণনা করেন যে, এক ব্যক্তি হযরত আবু দারদা (রা)-এর নিকট এসে বলল: আমার পিতা আমাকে বিয়ের চাপ দেন, এমন কি তিনি আমাকে বিয়ে করান এবং এখন তিনি আমাকে তাকে তালাকের নির্দেশ দিচ্ছেন। (এমতাবস্থায় আমি কি করব?) তিনি বলেন: আমি তোমার পিতামাতার কষ্টদানের ব্যাপারে নির্দেশ দিতে পারি না। এবং তোমার স্ত্রীকে তালাকের নির্দেশ দিতে পারি না। তুমি চাইলে আমি তোমাকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে একটি হাদীস শুনাতে পারি, যা আমি তাঁকে বলতে শুনেছি। তিনি বলেছেন: পিতা হলো জান্নাতে প্রবেশের উত্তম দরজা। তুমি চাইলে ঐ দরজা সংরক্ষণ কর। তিনি বলেন: আমি মনে করি আতা বলেছেন, তাকে তালাক দাও।
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3772- وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَلَفظه أَن رجلا أَتَى أَبَا الدَّرْدَاء فَقَالَ إِن أبي لم يزل بِي حَتَّى زَوجنِي وَإنَّهُ الْآن يَأْمُرنِي بِطَلَاقِهَا قَالَ مَا أَنا بِالَّذِي آمُرك أَن تعق والديك وَلَا بِالَّذِي آمُرك أَن تطلق امْرَأَتك غير أَنَّك إِن شِئْت حدثتك بِمَا سَمِعت من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سمعته يَقُول الْوَالِد أَوسط أَبْوَاب الْجنَّة فحافظ على ذَلِك الْبَاب إِن شِئْت أَو دع
قَالَ فأحسب عَطاء
قَالَ فَطلقهَا
قَالَ فأحسب عَطاء
قَالَ فَطلقهَا

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩৭৭৩
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৭৩. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আমার স্ত্রীকে আমি ভালোবাসতাম অথচ উমার (রা) তাকে অপসন্দ করতেন। তিনি আমাকে বললেন: তাকে তালাক দাও। আমি তা অস্বীকার করলাম। তখন উমার (রা) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গমন করেন এবং তাঁর ঘটনাটি বর্ণনা করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেন: তাকে তালাক দিয়ে দাও।
(আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজা ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান সহীহ।)
(আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজা ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান সহীহ।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3773- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ كَانَ تحتي امْرَأَة أحبها وَكَانَ عمر يكرهها فَقَالَ لي طَلقهَا فأبيت فَأتى عمر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَذكر ذَلِك لَهُ فَقَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم طَلقهَا
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩৭৭৪
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৭৪. হযরত আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি দীর্ঘজীবি হতে এবং তার রিয্ক বৃদ্ধি করতে চায়, সে যেন তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখে।
(আহমাদ বর্ণিত। তার বর্ণনাকারীগণের বর্ণনা বিশুদ্ধ। সহীহ্ গ্রন্থে শুধু فليبراً পর্যন্ত উল্লেখ আছে।)
(আহমাদ বর্ণিত। তার বর্ণনাকারীগণের বর্ণনা বিশুদ্ধ। সহীহ্ গ্রন্থে শুধু فليبراً পর্যন্ত উল্লেখ আছে।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3774- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سره أَن يمد لَهُ فِي عمره وَيُزَاد فِي رزقه فليبر وَالِديهِ وَليصل رَحمَه
رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَهُوَ فِي الصَّحِيح بِاخْتِصَار ذكر الْبر
رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَهُوَ فِي الصَّحِيح بِاخْتِصَار ذكر الْبر

তাহকীক:
হাদীস নং: ৩৭৭৫
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৭৫. হযরত মু'আয ইবনে আনাস (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তার পিতামাতার সাথে সদাচরণ করবে, তার জন্য সুসংবাদ রয়েছে, আর আল্লাহ তাকে দীর্ঘজীবি করবেন।
(আবু ই'আলা, তাবারানী, হাকিম ও ইস্পাহানী বর্ণিত। তাঁরা সবাই যাবান ইবনে ফায়িদ থেকে, তিনি সাহল ইবনে মু'আয থেকে। তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন। ইমাম হাকিম (র) বলেন: হাদীসটির সনদ সহীহ্।)
(আবু ই'আলা, তাবারানী, হাকিম ও ইস্পাহানী বর্ণিত। তাঁরা সবাই যাবান ইবনে ফায়িদ থেকে, তিনি সাহল ইবনে মু'আয থেকে। তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন। ইমাম হাকিম (র) বলেন: হাদীসটির সনদ সহীহ্।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3775 - وَعَن معَاذ بن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من بر وَالِديهِ طُوبَى لَهُ زَاد الله فِي عمره
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَالْحَاكِم والأصبهاني كلهم من طَرِيق زبان بن فائد عَن سهل بن معَاذ عَن أَبِيه وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَالْحَاكِم والأصبهاني كلهم من طَرِيق زبان بن فائد عَن سهل بن معَاذ عَن أَبِيه وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد

তাহকীক:
হাদীস নং: ৩৭৭৬
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৭৬. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মানুষ তার গুনাহর কারণে রিযক থেকে বঞ্চিত হয়, আর দু'আ ব্যতীত তাকদীর পরিবর্তন হয় না। কেবলমাত্র নেককাজেই মানুষের হায়াত বৃদ্ধি পায়। 
(ইবনে মাজা, ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থ ও হাকিম বর্ণিত। তবে হাকিমের শব্দমালায় আগ-পর রয়েছে। তিনি বলেন: হাদীসটি সনদ সহীহ্।)
(ইবনে মাজা, ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থ ও হাকিম বর্ণিত। তবে হাকিমের শব্দমালায় আগ-পর রয়েছে। তিনি বলেন: হাদীসটি সনদ সহীহ্।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3776- وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الرجل ليحرم الرزق بالذنب يُصِيبهُ وَلَا يرد الْقدر إِلَّا الدُّعَاء وَلَا يزِيد فِي الْعُمر إِلَّا الْبر
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم بِتَقْدِيم وَتَأْخِير وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم بِتَقْدِيم وَتَأْخِير وَقَالَ صَحِيح الْإِسْنَاد

তাহকীক:
হাদীস নং: ৩৭৭৭
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৭৭. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ)বলেছেন, দু'আ ব্যতীত তাকদীর খণ্ডন হয় না এবং নেককাজেই কেবল মানুষের আয়ু বৃদ্ধি করে। 
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান-গরীব।)
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান-গরীব।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3777- وَعَن سلمَان رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يرد الْقَضَاء إِلَّا الدُّعَاء وَلَا يزِيد فِي الْعُمر إِلَّا الْبر
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب

তাহকীক:
হাদীস নং: ৩৭৭৮
 অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৭৮. হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তোমরা অন্য লোকদের মেয়েদের প্রতি ক্ষমা প্রদর্শন করলে, তোমাদের মেয়েরা ক্ষমা পাবে। তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করলে, তোমাদের সন্তানরাও তোমাদের সাথে সদাচরণ করবে। তোমার কোন ভাই তোমার নিকট ক্ষমা চাইলে, তাকে ক্ষমা করার জন্য এগিয়ে যাও, চাই সে ন্যায়ের উপর হোক, কি অন্যায়ের উপবে। যে ব্যক্তি এ কাজ করবে না, সে হাউযে কাওসারের নিকট যেতে পারবে না।
(ইমাম হাকিম (র) সুয়ায়দ সূত্রে আবু রাফি (র) হতে বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসের বর্ণনা সূত্র বিশুদ্ধ।
(হাফিয মুনযিরী (র) বলেন): সুয়ায়দ (র) কাতাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ইবনে আবদুল আযীয একজন অপরিচিত লোক।)
(ইমাম হাকিম (র) সুয়ায়দ সূত্রে আবু রাফি (র) হতে বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসের বর্ণনা সূত্র বিশুদ্ধ।
(হাফিয মুনযিরী (র) বলেন): সুয়ায়দ (র) কাতাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ইবনে আবদুল আযীয একজন অপরিচিত লোক।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3778- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عفوا عَن نسَاء النَّاس تعف نِسَاؤُكُمْ وبروا آبَاءَكُم تبركم أبناؤكم وَمن أَتَاهُ أَخُوهُ متنصلا فليقبل ذَلِك محقا كَانَ أَو مُبْطلًا فَإِن لم يفعل لم يرد على الْحَوْض
رَوَاهُ الْحَاكِم من رِوَايَة سُوَيْد عَن أبي رَافع عَنهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ سُوَيْد عَن قَتَادَة هُوَ ابْن عبد الْعَزِيز واه
رَوَاهُ الْحَاكِم من رِوَايَة سُوَيْد عَن أبي رَافع عَنهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ سُوَيْد عَن قَتَادَة هُوَ ابْن عبد الْعَزِيز واه

তাহকীক: