মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৯৮১
- রোযার অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - নতুন চাঁদ দেখার বর্ণনা
১৯৮১। তাবেয়ী আবুল বাখতারী (রঃ) বলেন, একবার আমরা ওমরা করার জন্য বাহির হইলাম। যখন আমরা (তায়েফ ও মক্কার মধ্যস্থলে অবস্থিত) বাতুনে নালা নামক স্থানে অবতীর্ণ হইলাম সকলে মিলিয়া চাঁদ দেখিতে লাগিলাম। লোকের মধ্যে কেহ বলিল, ইহা তিন দিনের চাঁদ আর কেহ বলিল, দুই দিনের। পরে আমরা হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর সহিত সাক্ষাৎ করিলাম এবং বলিলাম, আমরা রমযানের চাঁদ দেখিয়াছি ! কিন্তু লোকের মধ্যে কেহ বলে, উহা তিন দিনের চাঁদ আর কেহ বলে, উহা দুই দিনের। তিনি বলিলেন, তোমরা কোন্ রাতে দেখিয়াছ? আমরা বলিলাম, অমুক রাতে। তখন তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তারিখ ধরিতেন যে রাত্রিতে দেখিতেন। সুতরাং উহা সেই রাত্রিরই চাঁদ যে রাতে তোমরা উহা দেখিয়াছ !
অপর এক বর্ণনায় তাঁহা হইতে বর্ণিত আছে, আমরা রমযানের চাঁদ দেখিলাম, তখন আমরা (বাতনে নখলার নিকট) যাতে ইরক নামক স্থানে। অতঃপর আমরা এক ব্যক্তিকে হযরত ইবনে আব্বাসের নিকট পাঠাইলাম এসম্পর্কে তাঁহাকে জিজ্ঞাসা করার জন্য। ইবনে আব্বাস বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা মাস নির্ধারিত করিয়াছেন চাঁদ দেখার সাথে। যদি তোমাদের প্রতি চাঁদ অপ্রকাশিত থাকে, তবে তোমরা শা'বানকে পূর্ণ করিবে। —মুসলিম
كتاب الصوم
وَعَنْ أَبِي الْبَخْتَرِيِّ قَالَ: خَرَجْنَا لِلْعُمْرَةِ فَلَمَّا نَزَلْنَا بِبَطْنِ نَخْلَةَ تَرَاءَيْنَا الْهِلَالَ. فَقَالَ بَعْضُ الْقَوْمِ: هُوَ ابْنُ ثَلَاثٍ. وَقَالَ بَعْضُ الْقَوْمِ: هُوَ ابْنُ لَيْلَتَيْنِ فَلَقِينَا ابْنَ عَبَّاسٍ فَقُلْنَا: إِنَّا رَأَيْنَا الْهِلَالَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ: هُوَ ابْنُ ثَلَاثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ: هُوَ ابْنُ لَيْلَتَيْنِ. فَقَالَ: أَيُّ لَيْلَةٍ رَأَيْتُمُوهُ؟ قُلْنَا: لَيْلَةَ كَذَا وَكَذَا. فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَدَّهُ لِلرُّؤْيَةِ فَهُوَ لِلَيْلَةِ رَأَيْتُمُوهُ وَفِي رِوَايَةٍ عَنْهُ. قَالَ: أَهَلَلْنَا رَمَضَانَ وَنَحْنُ بِذَاتِ عِرْقٍ فَأَرْسَلْنَا رَجُلًا إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِن الله تَعَالَى قد أَمَدَّهُ لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ» . رَوَاهُ مُسلم
হাদীস নং: ১৯৮২
- রোযার অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৮২। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমরা সেহরী খাইবে। কেননা, সেহরীতে বরকত রহিয়াছে। —মোত্তাঃ
كتاب الصوم
بَابُ فِىْ مسَائِلٍ مُّتَفَرِّقَةٍ مِّنْ كِتَابِ الصَّوْمِ
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بركَة»