মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ১৯৮৪
- রোযার অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৮৪। হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : মানুষ কল্যাণের সাথে থাকিবে যতকাল তাহারা শীঘ্র শীঘ্র ইফতার করিবে। — মোত্তাঃ
كتاب الصوم
وَعَنْ سَهْلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ»
তাহকীক:
হাদীস নং: ১৯৮৫
- রোযার অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৮৫। হযরত ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যখন এই (পূর্ব) দিক হইতে রাত্রি আগমন করিবে আর এই (পশ্চিম) দিক হইতে দিন প্রস্থান করিবে এবং সূর্য অস্ত যাইবে, তখনই রোযাদার ইফতার করিবে। -মোত্তাঃ
كتاب الصوم
وَعَنْ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَقْبَلَ اللَّيْل من هَهُنَا وَأدبر النَّهَار من هَهُنَا وَغَرَبَتِ الشَّمْسُ فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ»
তাহকীক:
হাদীস নং: ১৯৮৬
- রোযার অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৮৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন— রোযায় 'বেসাল' করিতে। একদা এক ব্যক্তি বলিয়া উঠিল, ইয়া রাসূলাল্লাহ্! আপনি যে কখনও 'বেসাল' করেন? তিনি বলিলেন: তোমাদের মধ্যে কে আমার মত ? আমি রাত্রি যাপন করি আর তখন আমার পরওয়ারদেগার আমাকে খাওয়ান এবং আমাকে পান করান। মোত্তাঃ
كتاب الصوم
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوِصَالِ فِي الصَّوْمِ. فَقَالَ لَهُ رجل: إِنَّك تواصل يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَأَيُّكُمْ مِثْلِي إِنِّي أَبَيْتُ يُطْعِمُنِي رَبِّي ويسقيني
তাহকীক:
হাদীস নং: ১৯৮৭
- রোযার অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৮৭। হযরত হাফসা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ফজর হওয়ার পূর্বে নিয়ত করে নাই তাহার রোযা হয় নাই ! — তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও দারেমী
কিন্তু আবু দাউদ বলেন, তাবেয়ী মা'মার, যুবায়দী, ইবনে উয়াইনা ও ইউনুস আয়লী হাদীসটিকে 'মাউকুফ' অর্থাৎ বিবি হাসার উক্তি হিসাবেই বর্ণনা করিয়াছেন। ইহাদের প্রত্যেকেই হাদীসটি যুহরী হইতে রেওয়ায়ত করিয়াছেন।
কিন্তু আবু দাউদ বলেন, তাবেয়ী মা'মার, যুবায়দী, ইবনে উয়াইনা ও ইউনুস আয়লী হাদীসটিকে 'মাউকুফ' অর্থাৎ বিবি হাসার উক্তি হিসাবেই বর্ণনা করিয়াছেন। ইহাদের প্রত্যেকেই হাদীসটি যুহরী হইতে রেওয়ায়ত করিয়াছেন।
كتاب الصوم
عَن حَفْصَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَجْمَعِ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمَيُّ وَقَالَ أَبُو دَاوُد: وَقفه على حَفْصَة معمر والزبيدي وَابْنُ عُيَيْنَةَ وَيُونُسُ الَأَيْلِيُّ كُلُّهُمْ عَنِ الزُّهْرِيِّ
তাহকীক: