মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৯৩১
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১০. প্রথম অনুচ্ছেদ - অংশীদারিত্ব ও ওয়াকালাহ্ (দায়িত্ব প্রদান)
২৯৩১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একবার আনসারগণ নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলেন, হুযুর আমাদের খেজুর বাগানগুলি আমাদের ও আমাদের ভাই মুহাজেরদের মধ্যে ভাগ করিয়া দিন। তিনি বলিলেন, না, (আমরা মুহাজিরগণ বাগানের স্বত্ব লাভ করিলাম। বাগান তোমাদের কাছে থাকুক।) আমাদের জন্য তোমাদের পক্ষ হইতে ইহাই যথেষ্ট যে, তোমরা বাগানের তত্ত্বাবধানের কষ্ট স্বীকার কর, আমরা তোমাদিগকে ফলে শরীক করিব। তাহারা বলিলেন, হুযুর, আমরা ইহা শুনিলাম ও মানিলাম। বোখারী
كتاب البيوع
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَتِ الْأَنْصَارُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اقْسِمْ بَيْنَنَا وَبَيْنَ إِخْوَاننَا النخيل قَالَ: «لَا تكفوننا المؤونة وَنَشْرَكْكُمْ فِي الثَّمَرَةِ» . قَالُوا: سَمِعْنَا وَأَطَعْنَا. رَوَاهُ البُخَارِيّ
তাহকীক:
হাদীস নং: ২৯৩২
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১০. প্রথম অনুচ্ছেদ - অংশীদারিত্ব ও ওয়াকালাহ্ (দায়িত্ব প্রদান)
২৯৩২। হযরত ওরওয়া ইবনে আবুল জা'দ বারেকী (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে একটি বকরী খরিদ করিতে একটি দীনার দিলেন। তিনি উহা দ্বারা তাঁহার জন্য দুইটি বকরী খরিদ করিলেন। অতঃপর একটি এক দীনারে বিক্রয় করিয়া দিলেন এবং একটি বকরী ও একটি দীনার তাঁহাকে আনিয়া দিলেন। অতএব, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচাকিনার ব্যাপারে তাহার জন্য বরকতের দো'আ করিলেন। অতঃপর যদি তিনি মাটিও খরিদ করিতেন তাহাতেও লাভ হইত। — বোখারী
كتاب البيوع
وَعَن عُرْوَة بن أبي الْجَعْد الْبَارِقي: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَاهُ دِينَارًا لِيَشْتَرِيَ بِهِ شَاةً فَاشْتَرَى لَهُ شَاتين فَبَاعَ إِحْدَاهمَا بِدِينَار وَأَتَاهُ بِشَاة ودينار فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْعِهِ بِالْبَرَكَةِ فَكَانَ لَوِ اشْتَرَى تُرَابا لربح فِيهِ. رَوَاهُ البُخَارِيّ
তাহকীক: