মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৯৩৩
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - অংশীদারিত্ব ও ওয়াকালাহ্ (দায়িত্ব প্রদান)
২৯৩৩। হযরত আবু হুরায়রা (রাঃ) নবী করীম (ﷺ)-এর নাম করিয়া বলিলেন, তিনি বলিয়াছেন, আল্লাহ্ পাক বলেনঃ দুই অংশীদারের মধ্যে আমি তৃতীয়, যাবৎ তাহারা একে অন্যের সাথে বিশ্বাসঘাতকতা না করে। যখন তাহাদের কেহ অপরের সাথে বিশ্বাসঘাতকতা করে, আমি তাহাদের মধ্য হইতে সরিয়া পড়ি। –আবু দাউদ
কিন্তু রযীন বর্ধিত করিয়াছেন, (তাহাদের মধ্যে) শয়তান আসিয়া পৌঁছে।
كتاب البيوع
الْفَصْل الثَّانِي
عَن أبي هُرَيْرَة رَفَعَهُ قَالَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ: أَنا ثَالِث الشَّرِيكَيْنِ مَا لم يخن صَاحِبَهُ فَإِذَا خَانَهُ خَرَجْتُ مِنْ بَيْنِهِمَا . رَوَاهُ أَبُو دَاوُد وَزَاد رزين: «وَجَاء الشَّيْطَان»
হাদীস নং: ২৯৩৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - অংশীদারিত্ব ও ওয়াকালাহ্ (দায়িত্ব প্রদান)
২৯৩৪। সেই হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেন তাহার নিকট আমানত আদায় করিবে যে তোমার নিকট আমানত রাখিয়াছে এবং খেয়ানত করিবে না যে তোমার খেয়ানত করিয়াছে তাহারও। —তিরমিযী, আবু দাউদ ও দারেমী
كتاب البيوع
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَدِّ الْأَمَانَةَ إِلَى مَنِ ائْتَمَنَكَ وَلَا تَخُنْ مَنْ خَانَكَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ
হাদীস নং: ২৯৩৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - অংশীদারিত্ব ও ওয়াকালাহ্ (দায়িত্ব প্রদান)
২৯৩৫। হযরত জাবের (রাঃ) বলেন, আমি খায়বরের দিকে যাইতে ইচ্ছা করিলাম। অতঃপর নবী করীম (ﷺ)-এর নিকট যাইয়া তাঁহাকে সালাম করিয়া বলিলাম, হুযুর, আমি খায়বরের দিকে যাইতে ইচ্ছা করিয়াছি। হুযূর বলিলেন, তথায় যখন আমার উকিলের নিকট পৌঁছিবে, তাহার নিকট হইতে পনর 'ওছক' (খেজুর) লইবে। সে যদি তোমার নিকট আমার কোন নিদর্শন তালাশ করে, তখন তুমি তাহার গলার হাঁসুলির উপর হাত রাখিও। – আবু দাউদ
كتاب البيوع
وَعَنْ جَابِرٍ قَالَ: أَرَدْتُ الْخُرُوجَ إِلَى خَيْبَرَ فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمْتُ عَلَيْهِ وَقُلْتُ: إِنِّي أَرَدْتُ الْخُرُوجَ إِلَى خَيْبَرَ فَقَالَ: «إِذَا أَتَيْتَ وَكِيلِي فَخُذْ مِنْهُ خَمْسَةَ عَشَرَ وَسْقًا فَإِنِ ابْتَغَى مِنْكَ آيَةً فَضَعْ يدك على ترقوته» . رَوَاهُ أَبُو دَاوُد