মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৩০২
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১২. তৃতীয় অনুচ্ছেদ - তিন তালাকপ্রাপ্তা রমণীর বর্ণনা
৩৩০২। তাবেয়ী ইকরেমা হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণনা করেন, এক ব্যক্তি তাহার স্ত্রীর সাথে 'যেহার' করিল, কিন্তু কাফফারা দেওয়ার আগেই তাহার সহিত সহবাস করিয়া বসিল। অতঃপর নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া তাহা জানাইল । তিনি জিজ্ঞাসা করিলেন, “তুমি এইরূপ করিলে কেন?” সে বলিল, “ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমি চাঁদের আলোতে তাহার পায়ের খাড়ুর শুভ্রতা দেখিয়া তাহার সহিত না মিলিয়া আর নিজেকে সামলাইতে পারি নাই।” ইহাতে রাসূলুল্লাহ (ﷺ) হাসিয়া দিলেন এবং তাহাকে নির্দেশ দিলেন, যাবৎ কাফফারা না দেয় তাবৎ তাহার নিকট যেন না যায়। – ইবনে মাজাহ্। তিরমিযী ইহার অনুরূপ বর্ণনা করিয়া বলেন, হাদীসটি হাসান সহীহ ও গরীব। আবু দাউদ ও নাসায়ী মুসনাদ ও মুরসাল উভয় রকমে ইহার অনুরূপ বর্ণনা করিয়াছেন। কিন্তু নাসায়ী বলেন, মুসনাদ অপেক্ষা মুরসালই বিশুদ্ধতর।
كتاب النكاح
الْفَصْل الثَّالِث
عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَجُلًا ظَاهَرَ مِنِ امْرَأَتِهِ فَغَشِيَهَا قَبْلَ أَنْ يَكَفِّرَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ: «مَا حَمَلَكَ عَلَى ذَلِكَ؟» قَالَ: يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُ بَيَاضَ حِجْلَيْهَا فِي الْقَمَرِ فَلَمْ أَمْلِكْ نَفْسِي أَنْ وَقَعَتُ عَلَيْهَا فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَهُ أَنْ لَا يَقْرَبَهَا حَتَّى يُكَفِّرَ. رَوَاهُ ابْنُ مَاجَهْ. وَرَوَى التِّرْمِذِيُّ نَحْوَهُ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ
وَرَوَى أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ نَحْوَهُ مُسْنَدًا وَمُرْسَلًا وَقَالَ النَّسَائِيُّ: المُرسل أوْلى بالصَّوابِ من المسْندِ
وَرَوَى أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ نَحْوَهُ مُسْنَدًا وَمُرْسَلًا وَقَالَ النَّسَائِيُّ: المُرسل أوْلى بالصَّوابِ من المسْندِ
তাহকীক: