মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৩৩২০
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - লিআন
৩৩২০। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার বাপ ও দাদা পরম্পরায় বর্ণনা করেন যে, এক ব্যক্তি দাড়াইয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্। অমুক আমার ছেলে, আমি জাহেলিয়াত যুগে তাহার মায়ের সঙ্গে যেনা করিয়াছিলাম। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ ইসলামে সন্তানের এইরূপ দাবী নাই। জাহেলিয়াতের নিয়ম শেষ হইয়া গিয়াছে। সন্তান বিছানার আর যেনাকারের জন্য পাথর বা বঞ্চিত হওয়া। –আবু দাউদ
كتاب النكاح
الْفَصْل الثَّالِث
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَلَانًا ابْنِي عَاهَرْتُ بِأُمِّهِ فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا دِعْوَةَ فِي الْإِسْلَامِ ذَهَبَ أَمْرُ الْجَاهِلِيَّةِ الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৩৩২১
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - লিআন
৩৩২১। সেই হযরত আমর ইবনে শোআয়ব (রঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ চারি রকমের নারী আর তাহাদের স্বামীদের মধ্যে ‘লেআন' নাই। মুসলমানের অধীন নসরানী নারী, মুসলমানের অধীন ইহুদী নারী, গোলামের অধীন স্বাধীনা নারী এবং স্বাধীন পুরুষের অধীনা বাঁদী। —ইবনে মাজাহ্
كتاب النكاح
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَرْبَعٌ مِنَ النِّسَاءِ لَا مُلَاعَنَةَ بَيْنَهُنَّ: النَّصْرَانِيَّةُ تَحْتَ الْمُسْلِمِ وَالْيَهُودِيَّةُ تَحْتَ الْمُسْلِمِ وَالْحُرَّةُ تَحْتَ الْمَمْلُوكِ وَالْمَمْلُوكَةُ تَحْتَ الْحُرِّ . رَوَاهُ ابْنُ مَاجَه
তাহকীক:
হাদীস নং: ৩৩২২
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - লিআন
৩৩২২। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) যখন দুই লেআনকারী স্বামী-স্ত্রীকে লেআন করিতে বলিলেন, এক ব্যক্তিকে নির্দেশ দিলেন, পঞ্চমবার বলিবার সময় সে যেন লেআনকারীর মুখে হাত দেয় এবং বলিলেন, ইহা নির্ধারণকারী। —নাসায়ী
كتاب النكاح
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ رَجُلًا حِينَ أَمَرَ الْمُتَلَاعِنَيْنِ أَنْ يَتَلَاعَنَا أَنْ يَضَعَ يَدَهُ عِنْدَ الْخَامِسَةِ عَلَى فِيهِ وَقَالَ: «إِنَّهَا مُوجِبَةٌ» . رَوَاهُ النَّسَائِيُّ
তাহকীক:
হাদীস নং: ৩৩২৩
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - লিআন
৩৩২৩। বিবি হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, এক রাত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার নিকট হইতে বাহির হইয়া গেলেন ! আয়েশা বলেন, ইহাতে আমার গায়রত হইল। অতঃপর তিনি আসিলেন এবং দেখিলেন, আমি কি করিতেছি। তিনি বলিলেনঃ তোমার কি হইয়াছে আয়েশা, তোমার কি গায়রত আসিয়াছে ? আমি বলিলাম, আমার মত মানুষ আপনার মত মানুষের প্রতি কেন গায়রত করিবে না? রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, নিশ্চয় তোমার শয়তান তোমার নিকট আসিয়াছে। আয়েশা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমার সাথে কি শয়তান আছে? তিনি বলিলেন, হ্যাঁ। তখন আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনার সাথেও কি আছে ? তিনি বলিলেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ্ আমাকে তাহার বিরুদ্ধে সাহায্য করিয়াছেন, ফলে আমি তাহা হইতে নিরাপদে থাকি। —মুসলিম
كتاب النكاح
وَعَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنْ عِنْدِهَا لَيْلًا قَالَتْ: فَغِرْتُ عَلَيْهِ فَجَاءَ فَرَأَى مَا أَصْنَعُ فَقَالَ: «مَا لَكِ يَا عَائِشَةُ أَغِرْتِ؟» فَقُلْتُ: وَمَا لِي؟ لَا يَغَارُ مِثْلِي عَلَى مِثْلِكَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ جَاءَكِ شَيْطَانُكِ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ أَمْعِي شَيْطَانٌ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: وَمَعَكَ يَا رَسُولَ الله؟ قَالَ: «نعم وَلَكِن أعانني علَيهِ حَتَّى أسلَمَ» . رَوَاهُ مُسلم
তাহকীক: