মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫০৫১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৭. তৃতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৫১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দরিদ্রতার মধ্যে কুফরী পর্যন্ত পৌঁছার উপক্রম রহিয়াছে এবং ঈর্ষা তকদীরের উপর বিজয়ী হওয়ার উপক্রমে পৌঁছাইয়া দেয়।
كتاب الآداب
وَعَنْ

أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَادَ الْفَقْرُ أَنْ يَكُونَ كفرا وكادَ الحسدُ أَن يغلب الْقدر»
হাদীস নং: ৫০৫২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৭. তৃতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৫২। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি তাহার কোন মুসলমান ভাইয়ের কাছে (তাহার কোন ত্রুটির জন্য) ক্ষমা চায়, কিন্তু সে তাহাকে ক্ষমার যোগ্য মনে করে না অথবা তাহার ক্ষমা গ্রহণ করে না, তখন সেই ব্যক্তি অন্যায়ভাবে উশর আদায়কারী (তহসীলদার)-এর সমপরিমাণ গুনাগার হইবে। —হাদীস দুইটি বায়হাকী শোআবুল ঈমানে। তিনি বলেন, 'মাককাস' বলে উশর আদায়কারী তহসীলদারকে।
كتاب الآداب
وَعَنْ

جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اعْتَذَرَ إِلَى أَخِيهِ فَلَمْ يَعْذِرْهُ أَوْ لَمْ يَقْبَلْ عُذْرَهُ كَانَ عَلَيْهِ مثلُ خَطِيئَة صَاحب المكس» . رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» وَقَالَ: الْمَكَّاسُ: الْعَشَّارُ