মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৫২৪
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - শিঙ্গায় ফুৎকার
৫৫২৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, একদা জনৈক ইহুদী পাদ্রী নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, ইয়া মুহাম্মাদ। আমরা (তওরাতে দেখিতে পাইয়াছি যে, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন আকাশমণ্ডলীকে এক আঙ্গুলের উপর স্থাপন করিবেন। যমীনকে এক আঙ্গুলের উপর, পর্বতমালা ও বৃক্ষরাজিকে এক আঙ্গুলের উপর, পানি এবং কাদা-মাটিকে এক আঙ্গুলের উপর, আর অন্যান্য সমস্ত সৃষ্টিজগতকে এক আঙ্গুলের উপর স্থাপন করিবেন। অতঃপর এই সমস্ত কিছুকে নাড়া দিয়া বলিবেন: আমিই বাদশাহ্, আমিই আল্লাহ্। ইহুদী পাদ্রীর কথা শুনিয়া রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হইয়া হাসিয়া ফেলিলেন, যেন তিনি তাহার কথার সত্যতা স্বীকার করিলেন। অতঃপর তিনি কুরআনের এই আয়াত পাঠ করিলেন وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّماوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يشركُونَ (অর্থাৎ, আল্লাহর যতটুকু সম্মান করা দরকার ছিল তাহারা ততটুকু সম্মান করে নাই, অথচ কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকিবে তাঁহার মুষ্টিতে এবং আকাশমণ্ডলী থাকিবে ডান হাতে গুটানো। তিনি পবিত্র, উহারা যাহাকে শরীক করে তিনি তাহার উর্ধ্বে)। — মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: جَاءَ حَبْرٌ مِنَ الْيَهُودِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا مُحَمَّدُ إِنَّ اللَّهَ يُمْسِكُ السَّمَاوَاتِ يَوْمَ الْقِيَامَةِ عَلَى أُصْبُعٍ وَالْأَرَضِينَ عَلَى أُصْبُعٍ وَالْجِبَالَ وَالشَّجَرَ عَلَى أُصْبُعٍ وَالْمَاءَ وَالثَّرَى عَلَى أُصْبُعٍ وَسَائِرَ الْخَلْقِ علىأصبع ثُمَّ يَهُزُّهُنَّ فَيَقُولُ: أَنَا الْمَلِكُ أَنَا اللَّهُ. فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَجُّبًا مِمَّا قَالَ الْحَبْرُ تَصْدِيقًا لَهُ. ثُمَّ قَرَأَ: (وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّماوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يشركُونَ) مُتَّفق عَلَيْهِ
হাদীস নং: ৫৫২৫
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - শিঙ্গায় ফুৎকার
৫৫২৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করিলাম, يَوْمَ تُبَدَّلُ الأرضُ غيرَ الأَرْض والسَّماواتُ (অর্থাৎ, যেইদিন এই যমীনকে আরেক যমীনে পরিবর্তন করা হইবে এবং আকাশ মণ্ডলীকে আরেক আকাশে) সেই দিন মানুষসকল কোথায় থাকিবে ? তিনি বলিলেন : ‘পুলসিরাতের’ উপর। —মুসলিম
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَوْلِهِ: (يَوْمَ تُبَدَّلُ الأرضُ غيرَ الأَرْض والسَّماواتُ) فَأَيْنَ يَكُونُ النَّاسُ يَوْمَئِذٍ؟ قَالَ: «عَلَى الصِّرَاطِ» . رَوَاهُ مُسلم
হাদীস নং: ৫৫২৬
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - শিঙ্গায় ফুৎকার
৫৫২৬। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কিয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে পেঁচাইয়া লওয়া হইবে। -বুখারী
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّمْسُ وَالْقَمَرُ مُكَوَّرَانِ يَوْم الْقِيَامَة» . رَوَاهُ البُخَارِيّ
হাদীস নং: ৫৫২৯
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - শিঙ্গায় ফুৎকার
৫৫২৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আল্লাহর বাণী — فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ -এর মধ্যে نَاقُورِ 'নাকুর' দ্বারা শিঙ্গা এবং یَوۡمَ تَرۡجُفُ الرَّاجِفَۃُ ۙ -এর মধ্যে الرَّاجِفَۃُ 'রাজেফাহ্’ দ্বারা প্রথম ফুৎকার এবং رادفة 'রাদেফাহ্' দ্বারা দ্বিতীয় ফুৎকারের অর্থ লওয়া হইয়াছে। —বুখারী
كتاب أحوال القيامة وبدء الخلق
اَلْفصْلُ الثَّالِثُ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ فِي قَوْلِهِ تَعَالَى (فإِذا نُقر فِي النَّاقور) : الصّور قَالَ: و (الرجفة) : النَّفْخَةُ الْأُولَى وَ (الرَّادِفَةُ) : الثَّانِيَةُ. رَوَاهُ الْبُخَارِيُّ فِي تَرْجَمَة بَاب
tahqiq

তাহকীক: