ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১০. শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১৭৬৬
শপথ ও মান্নতের অধ্যায়
অনির্ধারিত মানতের কাফফারা
(১৭৬৬) উকবা ইবন আমির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানতের কাফফারা হল শপথের কাফফারা যদি মানতকারী তার মানত নির্ধারিত না করে।**
كتاب الأيمان والنذور
عن عقبة بن عامر رضي الله عنه مرفوعا: كفارة النذر إذا لم تم يسم كفارة يمين
তাহকীক:
হাদীস নং: ১৭৬৭
শপথ ও মান্নতের অধ্যায়
অনির্ধারিত মানতের কাফফারা
(১৭৬৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সাধ্যাতীত কোনো মানত করবে তার কাফফারা হল শপথের কাফফারা।
كتاب الأيمان والنذور
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من نذر نذرا لا يطيقه فكفارته كفارة يمين
তাহকীক:
হাদীস নং: ১৭৬৮
শপথ ও মান্নতের অধ্যায়
অনির্ধারিত মানতের কাফফারা
(১৭৬৮) ইবন আব্বাস রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে ফাতওয়া জানতে চায়। সে শপথ করে নিজের উপর একটি উট মানত করে । তখন তিনি তাকে একটি উট প্রদানের ফাতওয়া দেন এবং তাকে ধমক দেন, যেন সে এরূপ কর্ম আর না করে।
كتاب الأيمان والنذور
عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم أتاه رجل يستفتيه كان جعل على نفسه بدنة في يمين حلف بها فأفتاه ببدنة من الإبل وزجر الرجل أن يعود
তাহকীক: