ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮২৫
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
সমকামিতা ও পশু-মৈথুনের তা'যীর বা অনির্ধারিত শাস্তি
(১৮২৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যাকে লূতের সম্প্রদায়ের কর্মে (পুং-মৈথুন বা সমকামিতায়) লিপ্ত পাবে তাকে এবং যার সাথে সে সমকামিতায় লিপ্ত তাকে- উভয়কে হত্যা করবে।
كتاب الحدود
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من وجدتموه يعمل عمل قوم لوط فاقتلوا الفاعل والمفعول به
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৮২৬
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
সমকামিতা ও পশু-মৈথুনের তা'যীর বা অনির্ধারিত শাস্তি
(১৮২৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা যাকে কোনো প্রাণির সাথে মৈথুনে লিপ্ত পাবে তাকে হত্যা করবে এবং যে প্রাণির সাথে সে মৈথুন করেছে সেই প্রাণিকেও হত্যা করবে।
كتاب الحدود
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من وجدتموه وقع على بهيمة فاقتلوه واقتلوا البهيمة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৮২৭
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
সমকামিতা ও পশু-মৈথুনের তা'যীর বা অনির্ধারিত শাস্তি
(১৮২৭) তাবিয়ি আবু নাদরাহ বলেন, ইবন আব্বাস রা.কে প্রশ্ন করা হয়, সমকামীর শাস্তি কী? তিনি বলেন, দেখতে হবে গ্রামের মধ্যে সর্বোচ্চ বাড়ি কোনটি । সেই বাড়ির উপর থেকে উল্টে ফেলে দিতে হবে এবং তার পেছনে পাথর ফেলতে হবে।
كتاب الحدود
عن أبي نضرة قال: سئل ابن عباس رضي الله عنهما ما حد اللوطي؟ قال: ينظر أعلى بناء في القرية فيرمى به منكسا ثم يتبع بالحجارة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৮২৮
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
সমকামিতা ও পশু-মৈথুনের তা'যীর বা অনির্ধারিত শাস্তি
(১৮২৮) ইবন আব্বাস রা. বলেন, যদি কেউ প্রাণি মৈথুন করে তার জন্য কোনো নির্ধারিত শাস্তি বা হদ্দ নেই।
كتاب الحدود
عن ابن عباس رضي الله عنهما أنه قال: من أتى بهيمة فلا حدّ عليه
tahqiq

তাহকীক: