ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
হাদীস নং: ২২৬৭
জবাইয়ের নিয়মাবলি
শব্দত্ত ব্যবহারকারী শিকারি পশু, নখর ব্যবহারকারী শিকারি পাখি, গৃহপালিত গাধা, খচ্চর ও ঘোড়ার মাংস বৈধ নয়
(২২৬৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শ্বদন্ত ব্যবহারকারী সকল শিকারি বন্য জন্তু ভক্ষণ করা হারাম।
كتاب الذبائح
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: كل ذي ناب من السباع فأكله حرام.
তাহকীক:
হাদীস নং: ২২৬৮
জবাইয়ের নিয়মাবলি
শব্দত্ত ব্যবহারকারী শিকারি পশু, নখর ব্যবহারকারী শিকারি পাখি, গৃহপালিত গাধা, খচ্চর ও ঘোড়ার মাংস বৈধ নয়
(২২৬৮) ইবন আব্বাস রা. বলেন, শব্দত্ত (canine tooth) ব্যবহারকারী সকল শিকারি বন্য জন্তু এবং নখর বা বাঁকানো শিকারি নখর (claw/talon) ব্যবহারকারী সকল শিকারি পাখি রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন ।
كتاب الذبائح
عن ابن عباس رضي الله عنهما قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن كل ذي ناب من السباع وعن كل ذي مخلب من الطير.
তাহকীক:
হাদীস নং: ২২৬৯
জবাইয়ের নিয়মাবলি
শব্দত্ত ব্যবহারকারী শিকারি পশু, নখর ব্যবহারকারী শিকারি পাখি, গৃহপালিত গাধা, খচ্চর ও ঘোড়ার মাংস বৈধ নয়
(২২৬৯) খালিদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, গৃহপালিত গাধা, গৃহপালিত ঘোড়া, গৃহপালিত খচ্চর, শব্দন্ত ব্যবহারকারী শিকারি পশু ও নখর ব্যবহারকারী শিকারি পাখি তোমাদের জন্য হারাম।
كتاب الذبائح
عن خالد رضي الله عنه مرفوعا: حرام عليكم حمر الأهلية وخيلها وبغالها وكل ذي ناب من السباع وكل ذي مخلب من الطير.
তাহকীক:
হাদীস নং: ২২৭০
জবাইয়ের নিয়মাবলি
শব্দত্ত ব্যবহারকারী শিকারি পশু, নখর ব্যবহারকারী শিকারি পাখি, গৃহপালিত গাধা, খচ্চর ও ঘোড়ার মাংস বৈধ নয়
(২২৭০) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, খাইবারের যুদ্ধের সময়ে রাসূলুল্লাহ (ﷺ) গৃহপালিত গাধা গোশত, ঘোড়ার গোশত ও খচ্চরের গোশত হারাম করে দেন।
كتاب الذبائح
عن جابر بن عبد الله رضي الله عنهما قال: لما كان يوم خيبر... حرم رسول الله صلى الله عليه وسلم لحوم الحمر الإنسية ولحوم الخيل والبغال.
তাহকীক:
হাদীস নং: ২২৭১
জবাইয়ের নিয়মাবলি
শব্দত্ত ব্যবহারকারী শিকারি পশু, নখর ব্যবহারকারী শিকারি পাখি, গৃহপালিত গাধা, খচ্চর ও ঘোড়ার মাংস বৈধ নয়
(২২৭১) জাবির রা. বলেন, খাইবারের যুদ্ধের সময়ে রাসূলুল্লাহ (ﷺ) গৃহপালিত গাধার গোশত নিষিদ্ধ করেন এবং ঘোড়ার গোশত ভক্ষণের অনুমতি প্রদান করেন।
كتاب الذبائح
عن جابر بن عبد الله رضي الله عنهما قال: نهى رسول الله صلى الله عليه وسلم يوم خيبر عن لحوم الحمر الأهلية ورخص في الخيل. وفي لفظ مسلم: وأذن في لحوم الخيل.
তাহকীক:
হাদীস নং: ২২৭২
জবাইয়ের নিয়মাবলি
শব্দত্ত ব্যবহারকারী শিকারি পশু, নখর ব্যবহারকারী শিকারি পাখি, গৃহপালিত গাধা, খচ্চর ও ঘোড়ার মাংস বৈধ নয়
(২২৭২) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি ঘোড়ার গোশত অপছন্দ করতেন এবং নিম্নের আয়াতটি পাঠ করতেন: 'তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা'।**
كتاب الذبائح
عن ابن عباس رضي الله عنهما أنه كان يكره لحوم الخيل ويقرأ هذه الآية: والخيل والبغال والحمير لتركبوها (وزينة).
তাহকীক: