মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
পানীয় অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ১
পানীয় অধ্যায়
অধ্যায় : পানীয়
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
১। সা'দ ইবন উবাদা (রা) থেকে বর্ণিত যে, তার মা মারা গেলে তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ(ﷺ)! আমার মা মারা গেছেন। আমি কি তার পক্ষ হতে সাদাকা করতে পারব? তিনি বললেন, হ্যাঁ। সা'দ (রা) বললেন, সর্বাধিক উত্তম সাদাকা কোনটি? তিনি বললেন, পানি পান করানো। বর্ণনাকারী বলেন, এই জন্য মদীনায় সা'দ বংশের লোকেরা লোকদেরকে পানি পান করিয়ে থাকে।
(হাদীসটি জানাযা অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি জানাযা অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب الأشربة
كتاب الأشربة
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
عن سعيد بن عبادة (12) أن أمه ماتت فقال يا رسول الله أمى ماتت فأتصدق عنها؟ قال نعم قال فأي الصدقة أفضل؟ قال سقى الماء، قال فتلك سقاية آل سعد بالمدينة

তাহকীক:
হাদীস নং: ২
পানীয় অধ্যায়
অধ্যায় : পানীয়
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
২। 'আমর ইবন শু'আয়ব (র) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল, আমি আমার হাউয হতে পানি উত্তোলন করি। যখন আমার পরিবারের প্রয়োজন পূরণ হয় তখন অন্যের উট আমার নিকট আসে। আমি সেগুলোকে পান করাই। আমি এ কাজে কি কোন পুরস্কার পাব? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, প্রত্যেক কলিজাবিশিষ্ট তৃষ্ণার্ত পশুকে পান করানোর জন্য পুরস্কার রয়েছে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে বর্ণনাকারী উসামা ইবন যায়দ ইবন আসলাম 'আদাবী-কে ইমাম আহমাদ (র) ও ইয়াহ্ইয়া ইবন মা'ঈন (র) দুর্বল বলেছেন।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে বর্ণনাকারী উসামা ইবন যায়দ ইবন আসলাম 'আদাবী-কে ইমাম আহমাদ (র) ও ইয়াহ্ইয়া ইবন মা'ঈন (র) দুর্বল বলেছেন।)
كتاب الأشربة
كتاب الأشربة
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
عن عمرو بن شعيب عن أبيه عن جده (1) أن رجلًا جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال انى أنزع فى حوضى حتى إذا ملأته لأهلى ورد على البعير لغيرى فسقيته فهل لى فى ذلك من أجر؟ فقال رسول الله صلى الله عليه وسلم فى كل (2) ذات كبد حرَّى أجر

তাহকীক:
হাদীস নং: ৩
পানীয় অধ্যায়
অধ্যায় : পানীয়
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
৩। সুরাকা ইবন মালিক ইবন জু'শুম (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) যখন অন্তিম রোগে আক্রান্ত তখন তিনি তাঁর নিকট আসলেন। তিনি বলেন, আমি তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে শুরু করলাম। এমনকি আর কোন বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করব সেটা আমার স্মরণ হত না। তখন বলতেন, স্মরণ কর। তিনি বলেন, আমি যে সব বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করেছি তার মধ্যে একটি হল, আমি তাকে বললাম, ইয়া রাসূলাল্লাহ! যখন আমার উটপালকে পান করানোর জন্য আমার হাউযগুলো পানি দ্বারা পূর্ণ করি সে সময় হারানো পশুপাল এসে হাউযকে বেষ্টন করে নেয়। যদি আমি এগুলোকে পান করাই তবে কি আমি কোন পুরস্কার পাব? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, প্রত্যেক কলিজাবিশিষ্ট তৃষ্ণার্ত পশুকে পান করানোর মধ্যে আল্লাহর নিকট পুরস্কার রয়েছে।
(ইবন মাজাহ। আহমাদ (র)-এর নিকট হাদীসটির সনদ সহীহ।)
(ইবন মাজাহ। আহমাদ (র)-এর নিকট হাদীসটির সনদ সহীহ।)
كتاب الأشربة
كتاب الأشربة
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
عن سراقة بن مالك بن جعشم (4) أنه دخل على رسول الله صلى الله عليه وسلم فى وجعه الذى توفى فيه، قال فطفقت أسأل رسول الله صلى الله عليه وسلم حتى ما أذكر ما أسأله عنه، فقال اذكره، قال وكان مما سألته عن أن قلت يا رسول الله صلى الله عليه وسلم نعم فى سقى كل كبد (وفى لفظ فى كل ذات كبد) حرّى أجر لله عز وجل

তাহকীক:
হাদীস নং: ৪
পানীয় অধ্যায়
অধ্যায় : পানীয়
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
৪। সাইয়ার ইবন মানযূর ফাযারী (র) তার পিতা থেকে, তিনি বুহায়সা (র) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমার পিতা নবী (ﷺ)-এর নিকট অনুমতি চেয়ে তার কাছে গেলেন এবং অতি নিকটে গেলেন। এরপর তিনি বললেন, ইয়া নাবিয়্যাল্লাহ! কোন বস্তুর ব্যাপারে বাঁধা দেওয়া বৈধ নয়? তিনি বললেন, পানি। এরপর বললেন, ইয়া নাবিয়্যাল্লাহ! (এরপর) কোন বস্তুর ব্যাপারে বাঁধা দেওয়া বৈধ নয়? তিনি বললেন, লবন। এরপর বললেন, ইয়া নাবিয়্যাল্লাহ! (তারপর) কোন বস্তুর ব্যাপারে বাঁধা দেওয়া বৈধ নয়? তিনি বললেন, তুমি যে কোন নেক কাজ করবে, এটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে। বর্ণনাকারী বলেন, নবী (ﷺ)-এর বক্তব্য পানি এবং লবন পর্যন্তই শেষ হয়েছে। বর্ণনাকারী বলেন, প্রশ্নকারী সেই ব্যক্তি কোন বস্তুতে বাঁধা দিতেন না; যদিও তা সামান্য পরিমাণ হত।
(আবূ দাউদ। নাসাঈ! হাদীসটির সূত্র ভাল। আবূ দাউদ (র) ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
(আবূ দাউদ। নাসাঈ! হাদীসটির সূত্র ভাল। আবূ দাউদ (র) ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الأشربة
كتاب الأشربة
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
عن سيار بن منظور الفزارى (5) عن أبيه عن بهيسة قالت استأذن أبى النبى صلى الله عليه وسلم فجعل يدنو منه ويلتزمه، ثم قال يا نبى الله ما الشئ الذى لا يحل منعه؟ قال الماء، ثم قال يا نبى الله ما الشئ الذى لا يحل منعه؟ قال الملح، ثم قال يا نبى الله ما الشئ الذى لا يحل منعه؟ قال النبى صلى الله عليه وسلم أن تفعل الخير خير لك، قال فانتهى قوله إلى الماء والملح (6) قال وكان ذلك الرجل لا يمنع شيئًا وإن قل

তাহকীক:
হাদীস নং: ৫
পানীয় অধ্যায়
অধ্যায় : পানীয়
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
৫। 'আমর ইবন শু'আয়ব (র) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে, তিনি নবী (ﷺ) সূত্রে বর্ণনা করেন যে, যে ব্যক্তি তার প্রয়োজনাতিরিক্ত পানি অথবা প্রয়োজনাতিরিক্ত ঘাস নিতে বাধা দেবে, কিয়ামতের দিন আল্লাহ স্বীয় অনুগ্রহ হতে তাকে বঞ্চিত করবেন।
(তায়ালিসী। হাদীসটির সূত্রে বর্ণনাকারী 'লায়স ইবন আবি সুলায়ম' বিতর্কিত।)
(তায়ালিসী। হাদীসটির সূত্রে বর্ণনাকারী 'লায়স ইবন আবি সুলায়ম' বিতর্কিত।)
كتاب الأشربة
كتاب الأشربة
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
عن عمرو بن شعيب عن أبيه عن جده (7) عن النبى صلى الله عليه وسلم قلل من منع فضل مائه (8) أو فضل كلئه (1) منعه الله فضله يوم القيامة

তাহকীক:
হাদীস নং: ৬
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল-এর নিকট সর্বাধিক প্রিয় পানীয় এবং পাত্র ঢেকে রাখা প্রসঙ্গ।
৬। 'আয়িশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সর্বাধিক প্রিয় পানীয় ছিল মিঠা ও ঠাণ্ডা পানি।
(তিরমিযী, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
(তিরমিযী, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
كتاب الأشربة
باب أحب الشراب إلى رسول الله صلى الله عليه وسلم وما جاء فى تخمير الإناء
عن عائشة رضى الله عنها (3) قالت كان أحب الشراب (4) إلى رسول الله صلى الله عليه وسلم الحلو البارد

তাহকীক:
হাদীস নং: ৭
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল-এর নিকট সর্বাধিক প্রিয় পানীয় এবং পাত্র ঢেকে রাখা প্রসঙ্গ।
৭। তারই সূত্রে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য 'সুকয়া' (একটি স্থান বা কূপের নাম)-এর বাড়ীঘর হতে মিঠা পানি সংগ্রহ করা হত।
(আবূ দাউদ, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
(আবূ দাউদ, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
كتاب الأشربة
باب أحب الشراب إلى رسول الله صلى الله عليه وسلم وما جاء فى تخمير الإناء
وعنها أيضًا (5) أن رسول الله صلى الله عليه وسلم كان يستقى له الماء (6) العذب من بيوت السقيا

তাহকীক:
হাদীস নং: ৮
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল-এর নিকট সর্বাধিক প্রিয় পানীয় এবং পাত্র ঢেকে রাখা প্রসঙ্গ।
৮। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন যে, একদা রাসূল(ﷺ)-কে জিজ্ঞাসা করা যে, কোন ধরনের পানীয় সর্বাধিক উত্তম? তিনি বললেন, মিঠা ঠাণ্ডা পানীয়। 
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) বলেছেন, আহমাদ (রা)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে এর সনদে বর্ণনাকারী তাবে'ঈ-এর নাম উল্লেখ করা হয় নি।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) বলেছেন, আহমাদ (রা)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে এর সনদে বর্ণনাকারী তাবে'ঈ-এর নাম উল্লেখ করা হয় নি।)
كتاب الأشربة
باب أحب الشراب إلى رسول الله صلى الله عليه وسلم وما جاء فى تخمير الإناء
عن ابن عباس (8) أن النبى صلى الله عليه وسلم سئل أى الشراب أطيب؟ قال الحلو البارد

তাহকীক:
হাদীস নং: ৯
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল-এর নিকট সর্বাধিক প্রিয় পানীয় এবং পাত্র ঢেকে রাখা প্রসঙ্গ।
৯। জাবির ইবন আবদিল্লাহ আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা পাত্র ঢেকে রাখবে এবং মশকের মুখ বন্ধ করবে। কেননা, বছরে একটি রাত আছে, যাতে মহামারী অবতীর্ণ হয়। যে কোন অনাবৃত পাত্র এবং বন্ধনমুক্ত মশকের ওপর দিয়ে অতিক্রম করবে, তাতেই সে মহামারী নেমে আসবে।
(মুসলিম)
(মুসলিম)
كتاب الأشربة
باب أحب الشراب إلى رسول الله صلى الله عليه وسلم وما جاء فى تخمير الإناء
عن جابر بن عبد الله (9) الأنصارى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول غطوا الإناء وأوكوا (10) السقاء فان فى السنة ليلة ينزل فيها وباء (11) لا تمرّ بإناء لم يغط لا سقاء لم يوك إلا وقع فيه من ذلك الوباء

তাহকীক:
হাদীস নং: ১০
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল-এর নিকট সর্বাধিক প্রিয় পানীয় এবং পাত্র ঢেকে রাখা প্রসঙ্গ।
১০। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আবু হুমায়দ আনসারী (রা) দিনের বেলা দুধের একটি পাত্র নিয়ে নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হয়। সে সময় তিনি বাকী' নামক স্থানে অবস্থান করছিলেন। নবী (ﷺ) বললেন, তুমি এটা ঢেকে আন নি কেন? অন্তত একটি কাঠি আড়াআড়িভাবে রেখে দিলেও তো হত।
(দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত।) তিনি বলেন, আমাকে আবূ হুমায়দ সা'ঈদী (রা) সংবাদ দিয়েছেন যে, তিনি নবী (ﷺ) -এর নিকট নাকী' নামক স্থানে নবী (ﷺ)-এর নিকট একপাত্র দুধ নিয়ে উপস্থিত হন। পাত্রটি অনাবৃত ছিল। নবী (ﷺ) তাকে বললেন, তুমি এটা কেন ঢেকে আননি? অন্তত একটি কাঠি আড়াআড়িভাবে রেখে দিলেও তো হত। আবূ হুমায়দ (রা) বলেন, নবী (ﷺ) পাত্র ঢেকে রাখতে, রাতের বেলা দরজা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী যাকারিয়্যা (র) আবূ হুমায়দ (রা)-এর এ উক্তিটি বর্ণনা করেন নি।
(মুসলিম)
(দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত।) তিনি বলেন, আমাকে আবূ হুমায়দ সা'ঈদী (রা) সংবাদ দিয়েছেন যে, তিনি নবী (ﷺ) -এর নিকট নাকী' নামক স্থানে নবী (ﷺ)-এর নিকট একপাত্র দুধ নিয়ে উপস্থিত হন। পাত্রটি অনাবৃত ছিল। নবী (ﷺ) তাকে বললেন, তুমি এটা কেন ঢেকে আননি? অন্তত একটি কাঠি আড়াআড়িভাবে রেখে দিলেও তো হত। আবূ হুমায়দ (রা) বলেন, নবী (ﷺ) পাত্র ঢেকে রাখতে, রাতের বেলা দরজা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী যাকারিয়্যা (র) আবূ হুমায়দ (রা)-এর এ উক্তিটি বর্ণনা করেন নি।
(মুসলিম)
كتاب الأشربة
باب أحب الشراب إلى رسول الله صلى الله عليه وسلم وما جاء فى تخمير الإناء
وعنه أيضًا (13) قال جاء أبو حميد الأنصارى رضى الله عنه بإناء من لبن نهارًا إلى النبى صلى الله عليه وسلم وهو بالبقيع فقال النبى صلى الله عليه وسلم ألا خمرته (14) ولو أن تعرض (1) عليه عودا 
(وعنه من طريق ثان) (2) قال أخبرنى أبو حميد الساعدى أنه أتى النبى صلى الله عليه وسلم بقدح لبن من النقيع (3) ليس بمخمَّر فقال النبى صلى الله عليه وسلم لولا خمرته ولو بعود تعرضه، قال أبو حميد إنما أمر النبى صلى الله عليه وسلم بالأسقية أن توكأ وبالأبواب أن تغلق ليلًا (4) ولم يذكر زكريا قول أبى حميد بالليل
(وعنه من طريق ثان) (2) قال أخبرنى أبو حميد الساعدى أنه أتى النبى صلى الله عليه وسلم بقدح لبن من النقيع (3) ليس بمخمَّر فقال النبى صلى الله عليه وسلم لولا خمرته ولو بعود تعرضه، قال أبو حميد إنما أمر النبى صلى الله عليه وسلم بالأسقية أن توكأ وبالأبواب أن تغلق ليلًا (4) ولم يذكر زكريا قول أبى حميد بالليل

তাহকীক:
হাদীস নং: ১১
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল-এর নিকট সর্বাধিক প্রিয় পানীয় এবং পাত্র ঢেকে রাখা প্রসঙ্গ।
১১। তাঁরই সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা নবী (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম। সে সময় তিনি পানি পান করতে চাইলেন। একলোক বলল, আমি কি আপনাকে নাবীয পান করাব? তিনি বললেন, হ্যাঁ। লোকটি দৌড়ে গিয়ে এক পাত্র নাবীয নিয়ে এল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি এটা ঢেকে আন নি কেন? অন্তত একটি কাঠি আড়াআড়িভাবে রেখে দিলেও তো হত। এরপর তিনি তা পান করলেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الأشربة
باب أحب الشراب إلى رسول الله صلى الله عليه وسلم وما جاء فى تخمير الإناء
وعنه أيضًا (6) قال كنا مع النبى صلى الله عليه وسلم فاستقى ماءًا فقال رجل ألا أسقيك نبيذًا (7) قال، بلى قال فخرج الرجل يسعى قال فجاء باناء فيه نبيذ، فقال رسول الله صلى الله عليه وسلم ألا خمّرته ولو أن تعرض عليه عودًا ثم شرب

তাহকীক:
হাদীস নং: ১২
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল-এর নিকট সর্বাধিক প্রিয় পানীয় এবং পাত্র ঢেকে রাখা প্রসঙ্গ।
১২। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে পাত্র ঢেকে রাখা হয়েছে কেবল তা দ্বারা পান কর। 
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি।)
كتاب الأشربة
باب أحب الشراب إلى رسول الله صلى الله عليه وسلم وما جاء فى تخمير الإناء
عن عائشة (8) قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تشربوا إلا فيما أوكي عليه

তাহকীক:
হাদীস নং: ১৩
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: মু'মিন এক পেটে পান করে।
১৩। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর মেহমান হল। সে ছিল কাফির। রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য একটি বকরী দুধ দোহন করতে নির্দেশ দিলে তা দোহন করা হয়। তারপর কাফির সে দুধ পান করে। তারপর আরো একটি বকরীর দুধ দোহন করা হয়, সে তাও পান করে। তারপর আরো একটি বকরীর দুধ দোহন করা হয়, সে তাও পান করে। এভাবে সে সাতটি বকরীর দুধ পান করে। পরদিন সকাল হলে সে ইসলাম গ্রহণ করল। রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য একটি বকরীর দুধ দোহন করার নির্দেশ দিলেন। (দোহন করার পর) সে তা পান করে। এরপর আরো একটি দোহন করার নির্দেশ দিলেন; কিন্তু সে তার সবটুকু পান করতে পারে নি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মু'মিন এক পেটে পান করে আর কাফির সাত পেটে পান করে।
(মুসলিম, তিরমিযী, মালিক)
(মুসলিম, তিরমিযী, মালিক)
كتاب الأشربة
باب المؤمن يشرب فى معى واحد الخ
عن أبى هريرة (1) أن رسول الله صلى الله عليه وآله وسلم ضافه ضيف وهو كافر فأمر رسول الله صلى الله عليه وسلم بشاة فحلبت فشرب الكافر حلابها، ثم أخرى فشربه، ثم أخرى فشربه، حتى شرب حلاب سبع شياه ثم انه أصبح فأسلم فأمر له رسول الله صلى الله عليه وسلم بشاة حلابها، ثم أمر بأخرى فلم يستتمها، فقال رسول الله صلى الله عليه وسلم المؤمن يشرب فى معى (2) واحد والكافر يشرب فى سبعة أمعاء

তাহকীক:
হাদীস নং: ১৪
পানীয় অধ্যায়
পান করার আদব প্রসঙ্গ
পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
১৪। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন নবী (ﷺ) (মদীনা) আসেন তখন আমার বয়স দশ বছর। আর তিনি যখন ইনতিকাল করেন তখন আমার বয়স বিশ বছর। আমার মা-খালাগণ তাঁর সেবা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করতেন। একদা তিনি আমাদের নিকট উপস্থিত হলেন। আমরা তাঁর জন্য একটি গৃহপালিত বকরীর দুধ দোহন করলাম। এর সঙ্গে বাড়ীর একটি কূপের কিছু পানি মিশিয়ে দিলাম। সে সময় এক বেদুঈন তার ডান পাশে ছিলেন। আবূ বকর (রা) ছিলেন তার বাম পাশে আর উমর (রা) এক কোণে ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) এটা পান করার পর উমর (রা) বললেন, আবূ বকর (রা)-কে দিন। কিন্তু তিনি বেদুঈনকে দিলেন এবং বললেন, ডান, এরপর ডান (অধিক হক রাখে)।
(মুসলিম, মালিক ও ইমামচতুষ্টয়)
(মুসলিম, মালিক ও ইমামচতুষ্টয়)
كتاب الأشربة
أبواب آداب الشرب 
باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
عن أنس (4) قال قدم النبى صلى الله عليه وسلم (5) وأنا ابن عشر، ومات وأنا ابن عشرين وكن امهاتى (6) تخشنى على خدمته، فدخل علينا فحلبنا له من شاة داجن (7) وشيب له من بئر الدار وأعرابى عن يمينه وأبو بكر عن يساره وعمر ناحية، فشرب رسول الله صلى الله عليه وسلم فقال عمر أعط أبا بكر، فناول الأعرابى وقال الأيمن فالأيمن

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ১৫
পানীয় অধ্যায়
পান করার আদব প্রসঙ্গ
পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
১৫। হারমালা (র) সূত্রে ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, একদা নবী (ﷺ) কিছু পান করলেন। সে সময় ইবন আব্বাস (রা) তাঁদের ডান পাশে ছিলেন আর খালিদ ইবন ওয়ালীদ (রা) তার বাম পাশে ছিলেন। নবী (ﷺ) আব্বাস (রা)-কে বললেন, এখন তুমি পান করবে। তবে তুমি ইচ্ছা করলে খালিদকে অগ্রাধিকার দিতে পার। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে প্রাপ্ত অংশে কাউকে অগ্রাধিকার দিব না।
(তিরমিযী, ইবন মাজাহ। হাদীসটির সনদ ভাল।)
(তিরমিযী, ইবন মাজাহ। হাদীসটির সনদ ভাল।)
كتاب الأشربة
أبواب آداب الشرب 
باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
عن حرملة عن ابن عباس (1) شرب النبى صلى الله عليه وسلم وابن عباس عن يمينه، وخالد بن الوليد عن شماله، فقال له النبى صلى الله عليه وسلم الشَّربة لك وإن شئت آثرت به خالدًا (2) قال ما أوثر على رسول الله صلى الله عليه وسلم أحدًا

তাহকীক:
হাদীস নং: ১৬
পানীয় অধ্যায়
পান করার আদব প্রসঙ্গ
পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
১৬। সা'দ ইবন সাহল আনসারী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট কিছু পানীয় আনা হলে তিনি তা হতে কিছু পান করলেন। তাঁর ডান দিকে একটি বালক ছিল আর বাম দিকে ছিল বয়োেজ্যষ্ঠগণ। তিনি বালকটিকে বললেন, তুমি কি তাদেরকে দেওয়ার জন্য আমাকে অনুমতি দিবে? সে বলল, না আল্লাহর শপথ! আমি আপনার থেকে প্রাপ্ত অংশে কাউকে প্রাধান্য দিব না। বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) পানপাত্রটি তার হাতে দিয়ে দিলেন।
(বুখারী, মুসলিম, মালিক)
(বুখারী, মুসলিম, মালিক)
كتاب الأشربة
أبواب آداب الشرب 
باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
عن سعد بن سيل الأنصارى (4) أن رسول الله صلى الله عليه وسلم أترى بشراب منه وعن يمينه غلام (5) وعن يساره الأشياخ فقال الغلام أتأذن أن أعطى هؤلاء؟ فقال لا والله لا أوثر بنصيبى منك أحدًا، قال فتله (6) رسول الله صلى الله عليه وسلم فى يده

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ১৭
পানীয় অধ্যায়
পান করার আদব প্রসঙ্গ
পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
১৭। আবদুল্লাহ ইবন আবি আওফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা এক সফরে ছিলাম। সে সময় কোন পানি পাচ্ছিলাম না। পরে (এক স্থানে পানি পেলে) আমরা পানির ওপর ঝাপিয়ে পড়লাম। বর্ণনাকারী বলেন, এরপর তারা রাসূলুল্লাহ (ﷺ)-কে (পানপাত্র নিয়ে) পান করাচ্ছিল। যখনই তারা তাঁর নিকট পানীয় নিয়ে আসছিল তখনই তিনি বলছিলেন, কওমের পানীয় পরিবেশনকারী সবার শেষে পান করবে। এ কথা তিনবার বললেন। এভাবে তারা সকলে পান করলেন।
(আবূ দাউদ। মুনযিরী (র) বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(আবূ দাউদ। মুনযিরী (র) বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
أبواب آداب الشرب 
باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
عن عبد الله بن أبى أوفى (7) قال كنا فى سفر فلم نجد الماء (8) قال ثم هجمنا على الماء بعد (9) قال فجعلوا يسقون رسول الله صلى الله عليه وسلم (10) فكلما أتوه بالشراب قال رسول الله صلى الله عليه وسلم ساقى القوم آخرهم ثلاث مرات حتى شربوا كلهم

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ১৮
পানীয় অধ্যায়
পান করার আদব প্রসঙ্গ
পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
পরিচ্ছেদ: পানকারীদের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, সর্বশ্রেষ্ঠ লোক প্রথমে পান করবে। এরপর তার ডান পাশের লোক। আর কওমের সাকী সর্বশেষ পান করবে।
১৮। ইবন আবদিল্লাহ ইবন বুসর (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট আসলে আমার দাদী তাঁর সামনে অল্পপরিমাণ খেজুর পেশ করলেন এবং তাঁর জন্য খাবার রান্না করলেন, আর আমরা তাঁকে পান করালাম। একটি পানপাত্র শেষ হলে আমি আরো একটি পানপাত্র নিয়ে এলাম। আমি খেদমত করছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি পানপাত্রটি পরবর্তী লোককে দাও।
(হায়ছামী (র) বলেছেন, হাদীসটির সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হায়ছামী (র) বলেছেন, হাদীসটির সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
أبواب آداب الشرب 
باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
باب ترتيب الشاربين والبداءة بأفضل القوم ثم من على يمينه وأن ساقى القوم آخرهم شربًا
عن أبن عبد الله بن بسر عن أبيه (1) قال أتانا رسول الله صلى الله عليه وسلم فقدّمت له جدتى تمرًا يقلله (2) وطبخت له وسقيناهم فنفد (3) فجئت بقدح آخر وكنت أنا الخادم (4) فقال رسول الله صلى الله عليه وسلم أعط القدح الذى انتهى إليه

তাহকীক:
হাদীস নং: ১৯
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : দাঁড়ানো অবস্থায় পান করা।
১৯। আবূ হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি এক ব্যক্তিকে দেখলেন যে, সে দাঁড়িয়ে পান করছে। তিনি তাকে বললেন, (যা পান করেছ) তা বমি কর। এবং তিনি তাকে আরো বললেন, তোমাদের কি এতে আনন্দ লাগবে যে, তোমার সঙ্গে বিড়াল পান করুক? সে বলল, না। তিনি বললেন, তবে শোন, বিড়াল অপেক্ষা যা অধিকতর নিকৃষ্ট অর্থাৎ শয়তান তোমার সঙ্গে পান করেছে।
(বাযযার। হায়ছামী (র) বলেছেন, আহমাদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(বাযযার। হায়ছামী (র) বলেছেন, আহমাদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب النهى عن الشرب قائمًا
عن أبى هريرة (6) عن النبى صلى الله عليه وسلم أن رأى رجلًا يشرب قائمًا فقال له قه (7) قال له أيسرك أن يشرب معك الهر؟ قال لا، قال فانه قد شرب معك من هو شر منه الشيطان

তাহকীক:
হাদীস নং: ২০
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : দাঁড়ানো অবস্থায় পান করা।
২০। তাঁরই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি দাঁড়ানো অবস্থায় পান করে, সে যদি জানতে পারত যে তার পেটে কী আছে, তবে সে অবশ্যই বমি করে দিত।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন যে, এটা আহমাদ দু'টি সূত্রে এবং বাযযার এক সূত্রে বর্ণনা করেছেন। আহমাদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন যে, এটা আহমাদ দু'টি সূত্রে এবং বাযযার এক সূত্রে বর্ণনা করেছেন। আহমাদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب النهى عن الشرب قائمًا
وعنه أيضًا (9) قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الذي يشرب وهو قائم ما فى بطنه لاستقاءه

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যা