মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
তাওবা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ১
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
১. আবূ বুরদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যুহায়না গোত্রের এক ব্যক্তি ইবনে 'উমরের নিকট হাদীস বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, হে মানুষ! তোমরা তোমাদের রবের নিকট তওবা কর, আমি তাঁর নিকট দিনে একশতবার তওবা করে থাকি।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن أبي بردة (7) قال سمعت الاغر رجلا من جهينة يحدث ابن عمر انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس توبوا الى ربكم فإني أتوب اليه في اليوم مائة مرة

তাহকীক:
হাদীস নং: ২
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
২. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি রাসূল (ﷺ) কে বলতে শুনেছেন, আল্লাহর শপথ, আমি একদিনে সত্তরবারেরও অধিক তওবা করি এবং আল্লাহর নিকট গুনাহ মাফ চাই।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن أبي هريرة (8) أنه سمع رسول الله صلى الله عليه وسلم قال والله اني لاستغفر الله وأتوب اليه في اليوم أكثر من سبعين مرة

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
৩. আবূ বুরদা (রা) রাসূল (ﷺ)-এর এক সাহাবী থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে লোকেরা! তোমরা আল্লাহর কাছে তাওবা কর এবং গুনাহ মাফ চাও। আমি প্রত্যেক দিন আল্লাহর নিকট একশতবার তাওবা করি ও গুনাহ মাফ চাই। তখন আমি তাকে বললাম, হে আল্লাহ্! আমি তোমার নিকট গুনাহ হতে মাফ চাই এবং তোমার নিকট তাওবা করি- একই নাকি ভিন্ন ভিন্ন দুইটা। তিনি বললেন, একই।
তার দ্বিতীয় বর্ণনায় তিনি মুহাজির এক ব্যক্তি থেকে অনুরূপ বর্ণনা করেন। সেখানে একশত বার, অথবা একশত বারের চেয়ে অধিক উল্লেখ আছে।
তার দ্বিতীয় বর্ণনায় তিনি মুহাজির এক ব্যক্তি থেকে অনুরূপ বর্ণনা করেন। সেখানে একশত বার, অথবা একশত বারের চেয়ে অধিক উল্লেখ আছে।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن أبي بردة (9) عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم (10) قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا الى الله واستغفروه فإني أتوب إلى الله واستغفره في كل يوم مائة مرة فقلت له اللهم اني استغفركم اللهم اني اتوب اليك اثنتان أم واحدة (11) فقال هو ذاك أو نحو هذا (وعنه من طريق ثان) عن رجل من المهاجرين مثله وفيه بعد قوله مائة مرة أو أكثر من مائة مرة

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৪
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
৪. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিন ব্যক্তি যখন গুনাহ করে, তখন তার কলবে একটি কালো দাগ পড়ে। এরপর সে তওবা করলে, পাপ কাজ ত্যাগ করলে এবং ক্ষমা প্রার্থনা করলে তার কলব পরিচ্ছন্ন হয়ে যায়। সে আরো গুনাহ করলে, সে কালো দাগ আরো বেড়ে যায়, এমনকি তার অন্তরে প্রভাব বিস্তার করে। সে জং-এর কথা আল্লাহ তাঁর কিতাবে উল্লেখ করে বলেছেন, "কখনো নয়, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং ধরিয়েছে!" (সূরা আল মুতাফফিফীন, ১৪)
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن أبي هريرة (1) قال قال رسول الله صلى الله عليه وسلم ان المؤمن اذا اذنب كانت نكتة سوداء (2) في قلبه فإن تاب ونزع (3) واستغفر صقل قلبه وان زاد زادت حتى يعلو قلبه ذاك الرين (4) الذي ذكر الله عز وجل في القرآن (كلا بل وان على قلوبهم ما كانوا يكسبون)

তাহকীক:
হাদীস নং: ৫
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
৫. হারিছ ইব্ন সুয়ায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবন মাস'উদ (রা) দুটি হাদীস বর্ণনা করেছেন, একটি তার নিজের পক্ষ থেকে, অন্যটি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে। 'আবদুল্লাহ (রা) বলেন, মুমিন ব্যক্তি তার গুনাহকে পাহাড় সমতুল্য মনে করে এবং সে তা তার উপর পতিত হওয়াকে ভয় করে। পক্ষান্তরে, পাপী ব্যক্তি তার গুনাহকে মাছি সমতুল্য মনে করে, যা তার নাকের উপর বসে এবং তাকে হাত দিয়ে তাড়ালে সে উড়ে যায়। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ কোন ব্যক্তির তাওবায় তোমাদের ঐ ব্যক্তির চেয়ে বেশী আনন্দিত হন, যে ব্যক্তি মরুভূমিতে কোন এক মৃত্যুর স্থানে বের হলো, যার সাথে তার উট ছিল এবং সেখানে খাদ্য ও পানীয় ও অতিরিক্ত প্রয়োজনীয় দ্রব্যাদী ছিল। অতঃপর উটটি হারিয়ে গেল। সে তা খুঁজতে বের হলো এবং শেষ পর্যন্ত সে মৃত্যুর কাছাকাছি পৌছে গেল, কিন্তু উট পেল না। সে বললো, যে স্থান থেকে আমার উট হারিয়ে গেছে, আমি সেখানে ফিরে যাই এবং সেখানেই মৃত্যুবরণ করি। এরপর সে ঐ স্থানে ফিরে আসলো এবং সেখানে শুয়ে পড়লো। যখন সে ঘুম থেকে উঠলো, তখন সে দেখলো, তার উট তার মাথার পাশে খাদ্য পানীয় ও প্রয়োজনীয় দ্রব্য নিয়ে দাঁড়িয়ে আছে।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن الحرث بن سويد (5) قال حدثنا عبد الله (يعني ابن مسعود رضي الله عنه) حديثين احدهما عن نفسه والآخر عن رسول الله صلى الله عليه وسلم قال قال عبد الله ان المؤمن يرى ذنوبه كأنه في اصل جبل يخاف ان يقع عليه وان الفاجر يرى ذنوبه كذباب وقع على أنفه فقال له هكذا فطار قال قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة أحدكم من رجل خرج بأرض دوية (6) مهلكه معه راحلته عليها طعامه وشرابه وزاده وما يصلحه فأضلها فخرج في طلبها حتى اذا ادركه الموت فلم يجدها قال ارجع الى مكاني الذي اضللتها فيه فأموت فيه قال فأتى مكانه فغلبته عينه فاستيقظ فإذا راحلته عند رأسه عليها طعامه وشرابه وزاده وما يصلحه

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৬
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
৬. নু'মান ইব্ন বশীর (রা) থেকে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে তাতে আরো আছে, সেখানে এরূপ নিরাশ অবস্থায় সে উটটিকে দেখে তার লাগাম ধরে ফেললো। এ অবস্থায় এই ব্যক্তি যতটা আনন্দিত হয়, বান্দা তওবা করলে আল্লাহ্ তার চেয়ে বেশী আনন্দিত হন।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن النعمان بن بشير (8) نحوه وفيه فإذا هو بها تجر خطامها فما هو بأشد بها فرحا من الله بتوبة عبده اذا تاب

তাহকীক:
হাদীস নং: ৭
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
৭. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ হারিয়ে যাওয়া উট পাওয়ার পর কি আনন্দিত হও না? তারা বললো, হাঁ হে আল্লাহর রাসূল (ﷺ) তখন তিনি বললেন, যার হাতে মুহাম্মদ-এর প্রাণ, তার শপথ করে বলছি: তোমাদের কেউ হারিয়ে যাওয়া উট পেলে যেভাবে আনন্দিত হয়, আল্লাহ তাঁর বান্দার উপর তাওবা করলে এর চেয়ে বেশী আনন্দিত হন।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن ابي هريرة (10) قال قال رسول الله الله صلى الله عليه وسلم أيفرح أحدكم براحلته اذا ضلت منه ثم وجدها؟ قالوا نعم يا رسول الله قال والذي نفس محمد بيده لله أشد فرحا بتوبة عبده اذا تاب من أحدكم براحلته اذا وجدها

তাহকীক:
হাদীস নং: ৮
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
৮. আবূ মূসা আশ'য়ারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত প্রতি রাতে তাঁর ক্ষমার হাত প্রসারিত করতে থাকেন, যাতে করে দিনের গুনাহগার তাওবা করে। আর তিনি দিনে তাঁর ক্ষমার হাত প্রসারিত করেন, যাতে রাতের গুনাহগার তাওবা করে।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن ابي موسى (1) قال قال رسول الله صلى الله عليه وسلمان الله تعالى يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৯
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
৯. আবু যর (রা) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, মহান আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ! আমি যাদের ক্ষমা করেছি, তারা ব্যতীত তোমাদের সকলেই গুনাহগার। অতএব তোমরা আমার নিকট ক্ষমা প্রার্থনা কর। আমি তোমাদের ক্ষমা করবো। তোমাদের মধ্যে যে ব্যক্তি জানে যে, আমি ক্ষমা করার ক্ষমতা রাখি, এরপর সে আমার নিকট ক্ষমা প্রার্থনা করে আমার কুদরতের দোহাই দিয়ে আমি তাকে ক্ষমা করে দেই। কোন পরোয়া করি না। আর আমি যাদেরকে হিদায়াত প্রদান করেছি, তারা ব্যতীত তোমরা সকলেই পথভ্রষ্ট। অতএব তোমরা আমার নিকট সৎপথ প্রার্থনা কর। আমি তোমাদেরকে সৎপথ প্রদর্শন করবো। আমি যাদের ধনবান করেছি, তারা ব্যতীত তোমরা সকলেই দরিদ্র। সুতরাং তোমরা আমার নিকট প্রার্থনা কর, আমি তোমাদেরকে রিযিক দান করব। তোমাদের জীবিত মৃত আগের ও পরের সিক্ত ও শুষ্ক (স্বচ্ছল ও অস্বচ্ছল) নির্বিশেষে সকলেই যদি আমার বান্দাদের মধ্যে সর্বাধিক তাকওয়ার অধকারী ব্যক্তির হৃদয়ের মত হয়ে যায়, তাহলেও একটি মশার পাখার সমপরিমাণও আমার রাজত্বের শ্রীবৃদ্ধি ঘটাতে পারবে না। তোমাদের জীবিত মৃত আগের ও পরের সিক্ত ও শুষ্ক সকলেই যদি একত্র হয়ে প্রত্যেকে তার পূর্ণ চাহিদা মত আমার নিকট প্রার্থনা করে এবং আমি তাদের চাহিদা মত সবকিছু দান করি, তবুও আমার কিছুই কমবে না। তবে এতটুকু পরিমাণ যে, তোমাদের কেউ সমুদ্রের মধ্য দিয়ে অতিক্রমকালে তাতে একটি সুই ডুবিয়ে তা তুলে নিলে তাতে সমুদ্রের পানি যতটুকু হ্রাস পাবে; এর কারণ আমি দাতা। দয়ালু ও মহান; আমি যা চাই, তা করি। আমার দান হলো আমার কথা, আর আমার আযাব হলো আমার নির্দেশ। আর আমি যখন কিছু ইচ্ছে করি তখন বলি হয়ে যাও, অমনি তা হয়ে যায়।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن أبي ذر (3) عن النبي صلى الله عليه وسلم قال إن الله تبارك وتعالى يقول يا عبادي كلكم مذنب الا من عافيت فاستغفروني اغفر لكم ومن علم منكم أني ذو قدرة على المغفرة فاتسغفرني بقدرتي غفرت له ولا أبالي وكلكم ظال الا من هديت فسلوني الهدى أهدكم وكلكم فقير إلا من أغنيت فسلوني أرزقكم ولو أن حيكم وميتكم وأولاكم واخراكم ورطبكم ويابسكم اجتمعوا على قلب اتقى عبد من عبادي لم يزيدوا في ملكي جناح بعوضة ولو أن حيكم وميتكم وأولا كم وأخراكم ورطبكم ويابسكم اجتمعوا فسأل كل سائل منهم ما بلغت أمنيته وأعطيت كل سائل ما سأل لم ينقصني الا كما لو مر أحدكم على شفه البحر فغمس ابرة ثم انتزعها (4) وذلك لأني جواد ما جد واجد افعل ما اشاء عطائي كلامي وعذابي كلامي (5) إذا اردت شيئا فإنما أقول له كن فيكون

তাহকীক:
হাদীস নং: ১০
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
১০. তিনি আরো বর্ণনা করেন, নবী করিম (ﷺ) বলেন, আল্লাহ্ তা'আলা বলেছেন, হে বান্দা যতক্ষণ তুমি আমার ইবাদত করবে এবং আমার কাছে ক্ষমা লাভের আসায় থাকবে, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। হে আমার বান্দাহ, তুমি যদি যমীন পরিমাণ গুনাহ করেও আমার সাথে মিলিত হও, আর আমার সাথে কাউকে শরীক না কর, তাহলে আমি যমীন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। 
বাকি অংশ পূর্বের হাদীসের অনুরূপ।
বাকি অংশ পূর্বের হাদীসের অনুরূপ।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
وعنه أيضا (6) عن النبي صلى الله عليه وسلم قال ان الله عز وجل يقول يا عبدي ما عبدتني ورجوتني فإني غافر لك على ما كان فيك ويا عبدي ان لقيتي بقراب الارض خطيئة ما لم تشرك بي لقيتك بقرابها مغفرة الحديث نحو ما تقدم

তাহকীক:
হাদীস নং: ১১
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
১১. তার থেকে আরো বর্ণিত। নবী করিম (ﷺ) আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে বর্ণনা করেন, আল্লাহ তা'আলা বলেন, আমি আমার নিজের উপর ও আমার বান্দার উপর জুলুম হারাম করেছি। সাবধান! তোমরা জুলুম করবে না, প্রত্যেক আদম সন্তান রাত দিন গুনাহ করে, এরপর সে আমার নিকট ক্ষমা প্রার্থনা করলে, আমি তাকে ক্ষমা করে দেই, এতে আমি কোন ভ্রূক্ষেপ করব না।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
وعنه أيضا (8) عن النبي صلى الله عليه وسلم فيما يروى عن ربه عز وجل اني حرمت الظلم على نفسي وعلى عبادي ألا فلا تظالموا كل بني آدم يخطئ بالليل والنهار ثم يستغفرني فأغفر له ولا أبالي فذكر نحو ما تقدم

তাহকীক:
হাদীস নং: ১২
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
১২. আবু ইসহাক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আবূ হুরায়রা ও আবু সাঈদ খুদরী (রা)-এর নিকট উপস্থিত ছিলাম। তাঁরা উভয়েই রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলেন। তিনি বলেন; আল্লাহ্ তা'আলা রাতের তৃতীয় অংশে প্রথম আসমানে অবতরণ করে বলেন, কোন প্রার্থনাকারী আছে কি? কোন তাওবাকারী আছে কি? কোন ক্ষমা প্রার্থনাকারী আছে কি? কোন গুনাহকারী আছে কি? বর্ণনাকারী বলেন, এক ব্যক্তি তাকে প্রশ্ন করলো, এটা কি ফযর পর্যন্ত? তিনি বললেন, হাঁ।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن أبي اسحاق (1) عن الأغر قال أشهد على أبي هريرة وأبي سعيد الخدري رضي الله عنهما انهما شهدا على رسول الله صلى الله عليه وسلم أنه قال ان الله عز وجل يمهل حتى يذهب ثلث الليل ثم ينزل (2) فيقول هل من سائل (3) هل من تائب هل من مستغفر هل من مذنب قال فقال له رجل حتى يطلع الفجر قال نعم

তাহকীক:
হাদীস নং: ১৩
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
১৩. আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে তাওবাকারীগণই উত্তম। যদি আদম সন্তানের দু'উপত্যকা পরিমাণ মাল হয়, তাহলে সে তৃতীয়টির আকাংখা করে, আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছুতে পূর্ণ হবে না। (অন্য বর্ণনায়: অতিরিক্ত আছে) যে ব্যক্তি তাওবা করবে, আল্লাহ তার তাওবা কবুল করবেন।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن أنس (4) قال قال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم خطاء فخير الخطائين التوابون ولو ان لابن آدم واديين من مال لا ابتغى لهما ثالثا ولا يملأ جوف ابن آدم الا التراب (زاد في رواية) ويتوب الله على من تاب

তাহকীক:
হাদীস নং: ১৪
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
১৪. মুহাম্মদ ইব্ন হানাফিয়্যা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহান আল্লাহ্ বিপদ আপদ দিয়ে পরীক্ষাকৃত তাওবাকারী মুমিন বান্দাকে ভালবাসেন।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن محمد بن الحنيفة عن أبيه (5) قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يحب العبد المؤمن المفتن (1) التواب

তাহকীক:
হাদীস নং: ১৫
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
১৫. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, আমি প্রতিদিন একশত বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن أبي هريرة (2) عن النبي صلى الله عليه وسلم اني لاستغفر الله عز وجل وأتوب اليه كل يوم مائة مرة

তাহকীক:
হাদীস নং: ১৬
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
১৬. হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পরিবারের সাথে কটুভাষা ব্যবহার করতাম, তবে অন্যদের সাথে এমন করতাম না। অন্য বর্ণনায়: অন্যদের প্রতি কটুভাষা ব্যবহার করতাম না। অতঃপর বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উল্লেখ করলাম। তিনি বললেন, হে হুযায়ফা: তুমি ক্ষমা প্রার্থনা থেকে দূরে কেন? অর্থাৎ তুমি ক্ষমা প্রার্থনা করো না কেন? হে হুযায়ফা, আমি প্রত্যেক দিন একশত বার ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি। হুযায়ফা (রা) বলেন, রাসূলের এ বাণী আমি আবূ বুরদা ইব্ন আবূ মূসা আশ'য়ারী (রা)-এর নিকট উল্লেখ করি। তখন তিনি আবূ মূসা (রা)এর কাছ থেকে আমার নিকট হাদীস বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি প্রত্যেক দিন ও রাতে একশত বার আল্লাহর নিকট তাওবা করি ও ক্ষমা প্রার্থনা করি।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن حذيفة (3) قال كان في لساني ذرب (4) على أهلي لم أعده إلى غيرهم (5) (وفي رواية وكان ذلك لا يعدوهم الى غيرهم) فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم قال أين انت من الاستغفار يا حذيفة اني لاستغفر الله كل يوم مائة مرة وأتوب اليه قال فذكرته لابي بردة بن أبي موسى (يعني الاشعري) فحدثني عن أبي موسى أن رسول الله صلى الله عليه وسلم قال اني لاستغفرالله كل يوم وليلة مائة مرة وأتوب اليه

তাহকীক:
হাদীস নং: ১৭
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ: তাওবা কবুল হওয়ার সময় সম্পর্কে
১৭. 'আফফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবন 'উমর (রা) কে বলতে শুনেছি, যে ব্যক্তি মৃত্যুর এক বছর পূর্বে তাওবা করে, তার তাওবা কবুল করা হয়। আর যে ব্যক্তি তার মৃত্যুর এক মাস পূর্বে তাওবা করে, তার তাওবা কবুল করা হয় এবং যে ব্যক্তি মৃত্যুর একদিন পূর্বে তাওবা করে অথবা এক ঘণ্টা পূর্বে, এমন কি যে ব্যক্তি উটের দুধ দোহনের সময়কাল পূর্বের মধ্যে তাওবা করে, তাও কবুল করা হয়। বর্ণনাকারী বলেন, তখন এক ব্যক্তি বললো, যদি মুশরিক ইসলাম গ্রহণ করে? তিনি বলেন, আমি তোমাদের কাছে হাদীস বর্ণনা করেছি, যেভাবে রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি।
كتاب التوبة
باب ما جاء في حد الوقت الذي تقبل فيه التوب
حدثنا عفان (6) قال ثنا شعبة قال ابراهيم بن ميمون أخبرني قال سمعت رجلا من بني الحرث قال سمعت رجلا منا يقال له أيوب (7) قال سمعت عبد الله بن عمرو يقول من تاب قبل موته عاما (8) تيب عليه ومن تاب قبل موته بشهر تيب عليه حتى قال يوما حتى قال ساعة حتى قال فواقا (9) قال قال الرجل أرأيت ان كان مشركا اسلم قال انما احدثكم كما سمعت من رسول الله صلى الله عليه وسلم يقول

তাহকীক:
হাদীস নং: ১৮
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ: তাওবা কবুল হওয়ার সময় সম্পর্কে
১৮. ইবন উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মহান রাব্বুল আলামীন রুহ কণ্ঠাগত না হওয়া, অর্থাৎ (মৃত্যুর লক্ষণ প্রকাশের পূর্ব) পর্যন্ত বান্দার তাওবা কবুল করেন।
كتاب التوبة
باب ما جاء في حد الوقت الذي تقبل فيه التوب
عن ابن عمر (10) أن رسول الله صلى الله عليه وسلم قال ان الله يقبل توبة عبده مالم يفرغر

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ১৯
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ: তাওবা কবুল হওয়ার সময় সম্পর্কে
১৯. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে তওবা করবে, তার তাওবা আল্লাহ কবুল করবেন।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে তওবা করবে, আল্লাহ তার তাওবা কবুল করবেন।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে তওবা করবে, আল্লাহ তার তাওবা কবুল করবেন।
كتاب التوبة
باب ما جاء في حد الوقت الذي تقبل فيه التوب
عن أبي هريرة (12) قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها قبل منه (وعنه من طريق ثان) (1) قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل طلوع الشمس من مغربها تاب الله عليه

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ২০
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ: তাওবা কবুল হওয়ার সময় সম্পর্কে
২০. 'আবদুর রহমান ইবন বায়লামানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীরা একত্রিত হলেন। তখন তাদের মধ্যে একজন বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি : আল্লাহ তা'আলা বান্দার মৃত্যুর একদিন পূর্বে তার তাওবা কবুল করেন। দ্বিতীয়জন বললেন, তুমি কি এ কথা রাসূলে করিম (ﷺ)-এর কাছ থেকে শুনেছ? তখন সে বললো, হ্যাঁ। অপর ব্যক্তি বললো, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তা'আলা বান্দার মৃত্যুর অর্ধেক দিন পূর্বেও তার তাওবা কবুল করেন। তখন এক ব্যক্তি বললো, তুমি কি একথা রাসূল (ﷺ)-এর কাছ থেকে শুনেছ? সে বললো, হ্যাঁ। তখন তৃতীয় ব্যক্তি বললো, আল্লাহ বান্দার মৃত্যুর প্রথম প্রহরেও তার তওবা কবুল করেন। তখন চতুর্থ ব্যক্তি বললো, তুমি কি রাসূলে করিম (ﷺ) থেকে একথা শুনেছ? সে বললো, হাঁ। তখন চতুর্থ ব্যক্তি বললো, আমি রাসূলে করিম (ﷺ) থেকে শুনেছি, তিনি বলেছেন, মহান আল্লাহ্ মৃত্যুর লক্ষণ প্রকাশের পূর্ব পর্যন্ত বান্দার তাওবা কবুল করেন। 
তাঁর দ্বিতীয় বর্ণনায় কোন কোন সাহাবী অনুরূপ হাদীস উল্লেখ করেছেন।
তাঁর দ্বিতীয় বর্ণনায় কোন কোন সাহাবী অনুরূপ হাদীস উল্লেখ করেছেন।
كتاب التوبة
باب ما جاء في حد الوقت الذي تقبل فيه التوب
عن عبد الرحمن بن البيلماني (2) قال اجتمع اربعة من أصحاب رسول الله صلى الله عليه وسلم فقال احدهم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله تبارك وتعالى يقبل توبة العبد قبل أن يموت بيوم فقال الثاني انت سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم؟ قال نعم قال وأنا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله تبارك وتعالى يقبل توبة العبد قبل أن يموت بنصف يوم فقال الثالث انت سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم؟ قال نعم قال وانا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله تبارك وتعالى يقبل توبة العبد قبل أن يموت بضحوة قال الرابع أنت سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم؟ قال نعم قال وأنا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله يقبل توبة العبد مالم يفرغر بنفسه (وعنه من طريق ثان) (3) عن بعض اصحاب النبي صلى الله عليه وسلم فذكر نحوه

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যা