আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২. কুরআন-সুন্নাহর অনুসরণ
হাদীস নং: ৮০
কুরআন-সুন্নাহর অনুসরণ
সুন্নত বর্জন, বিদআত অবলম্বন এবং প্রবৃত্তি পূজার প্রতি ভীতি প্রদর্শন
৮০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: ছয় শ্রেণীর লোককে আমি লা'নত করেছি এবং আল্লাহ্ও তাদেরকে লানত করেছেন। আর প্রত্যেক নবীর দু'আই মকবুল। (তারা হলঃ) (১) কুরআন নিয়ে বাড়াবাড়িকারী, (২) আল্লাহ্ প্রদত্ত অদৃষ্টকে অস্বীকারকারী, (৩) আমার উম্মতের উপর ন্যস্ত স্বৈর শাসক-আল্লাহ্ যাকে সম্মানিত করেছেন সে তাকে অপদস্থ করে এবং আল্লাহ্ যাকে অপদস্থ করেছেন সে তাকে সম্মান করে, (৪) আল্লাহ্ নির্ধারিত হারামকে যে হালাল জ্ঞান করে, (৫) আমার আহলে বায়তের রক্তপাতকে যে হালাল জ্ঞান করে-যা আল্লাহ্ হারাম করেছেন, (৬) এবং সুন্নাহ বর্জনকারী।
(ইমাম তাবারানী তার 'মু'জামুল কাবীর' গ্রন্থে এবং ইব্ন হিববান তাঁর 'সহীহ' গ্রন্থে ও হাকিম হাদীসটি রিওয়ায়াত করেছেন। ইমাম হাকিম বলেন, হাদীসটি সহীহ সনদে বর্ণিত। আমি এ হাদীসটিতে কোন 'ইল্লত' পাইনি।)
(ইমাম তাবারানী তার 'মু'জামুল কাবীর' গ্রন্থে এবং ইব্ন হিববান তাঁর 'সহীহ' গ্রন্থে ও হাকিম হাদীসটি রিওয়ায়াত করেছেন। ইমাম হাকিম বলেন, হাদীসটি সহীহ সনদে বর্ণিত। আমি এ হাদীসটিতে কোন 'ইল্লত' পাইনি।)
كتاب السنة
التَّرْهِيب من ترك السّنة وارتكاب الْبدع والأهواء
80 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ سِتَّة لعنتهم ولعنهم الله وكل نَبِي مجاب الزَّائِد فِي كتاب الله عز وَجل والمكذب بِقدر الله والمتسلط على أمتِي بالجبروت ليذل من أعز الله ويعز من أذلّ الله والمستحل حُرْمَة الله والمستحل من عِتْرَتِي مَا حرم الله والتارك السّنة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَلَا أعرف لَهُ عِلّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَلَا أعرف لَهُ عِلّة