আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১১৩
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১১৩. হযরত সাখবারা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) একদা ওয়াজ করছিলেন। এমন সময় দুই ব্যক্তি তাঁর কাছ দিয়ে অতিক্রম করছিল। তিনি বললেন, তোমরা দু'জন বস। কেননা তোমরা কল্যাণের উপর রয়েছ। রাসূলুল্লাহ্ (সা) যখন উঠে দাঁড়ালেন, তাঁর সাহাবীগণ তাঁর কাছ থেকে সরে গেলেন, তখন তারা দু'জনও উঠে দাঁড়াল এবং বলল, ইয়া রাসূলাল্লাহ! আপনি তো আমাদের বললেন, তোমরা বস, কেননা তোমরা কল্যাণের উপর রয়েছ তা কি বিশেষভাবে আমাদের জন্যে, নাকি সকল মানুষের জন্য তিনি বললেন, যে কেউ ইলম তলব করে, তার পূর্ববর্তী যাবতীয় পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে।
(ইমাম তিরমিযী সংক্ষেপে হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানীও তাঁর 'কাবীরে' নিজ শব্দে বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
فصل
113 - وَرُوِيَ عَن سَخْبَرَة رَضِي الله عَنهُ قَالَ مر رجلَانِ على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ يذكر فَقَالَ اجلسا فإنكما على خير فَلَمَّا قَامَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وتفرق عَنهُ أَصْحَابه قاما فَقَالَا يَا رَسُول الله إِنَّك قلت لنا اجلسا فإنكما على خير ألنا خَاصَّة أم للنَّاس عَامَّة قَالَ مَا من عبد يطْلب الْعلم إِلَّا كَانَ كَفَّارَة مَا تقدم
رَوَاهُ التِّرْمِذِيّ مُخْتَصرا وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَاللَّفْظ لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: