আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৫৩
অধ্যায়ঃ ইলেম
হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫৩. হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) মিনা প্রান্তরের কাছে মসজিদুল খায়ফে আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বললেন, যে ব্যক্তি আমার বাণী শুনে তা কণ্ঠস্থ করে নেয়, সংরক্ষণ করে এবং যে শোনেনি তার কাছে পৌঁছিয়ে দেয়, আল্লাহ্ তা'আলা তার চেহারা হাস্যোজ্জ্বল করবেন। অতঃপর যে শুনেনি সে তার কাছে পৌঁছিয়ে দেয়। সাবধান! ফিক্হ-এর অনেক বাহক এমন রয়েছে যারা নিজেরা ফিকহবিদ নয়। আবার ফিকহ-এর এমন অনেক বাহক রয়েছে, তারা তাদের কাছে ফিকহ পৌঁছে দেয়, তারা তাদের চাইতে (শিক্ষার্থীরা) অধিকতর ব্যুৎপত্তিসম্পন্ন হয়ে থাকে।
(ইমাম তাবারানী তাঁর 'আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইমাম তাবারানী তাঁর 'আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
153 - وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ خَطَبنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِمَسْجِد الْخيف من منى فَقَالَ نضر الله امْرأ سمع مَقَالَتي فحفظها ووعاها وَبَلغهَا من لم يسْمعهَا ثمَّ ذهب بهَا إِلَى من لم يسْمعهَا أَلا فَرب حَامِل فقه لَا فقه لَهُ وَرب حَامِل فقه إِلَى من هُوَ أفقه مِنْهُ
الحَدِيث
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
الحَدِيث
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط