আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ২৩২
অধ্যায়ঃ ইলেম
ইলম এবং কুরআনের বিশেষজ্ঞ হওয়ার দাবিদারের প্রতি ভীতি প্রদর্শন
২৩২. মুজাহিদ (র) সূত্রে হযরত ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবীকে (সা) বলতে শুনেছিঃ যে ব্যক্তি বলবে, আমি আলিম, (প্রকৃতপক্ষে) সে-ই জাহিল।
(ইমাম তাবারানী (র) লায়স ইব্‌ন আবূ সালীম থেকে হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন, এই সনদ ব্যতীত অন্য কোন সনদে রাসূলুল্লাহ (সা) থেকে হাদীসটি বর্ণিত হয়নি।)
كتاب الْعلم
التَّرْهِيب من الدَّعْوَى فِي الْعلم وَالْقُرْآن
232 - وَعَن مُجَاهِد عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا لَا أعلمهُ إِلَّا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ إِنِّي عَالم فَهُوَ جَاهِل
رَوَاهُ الطَّبَرَانِيّ عَن لَيْث هُوَ ابْن أبي سليم عَنهُ وَقَالَ لَا يرْوى عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا بِهَذَا الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান