আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪৫৫
অধ্যায়ঃ নামাজ
মসজিদ ও কিবলার দিকে থু থু ফেলা এবং হারানো বস্তুর ঘোষণার প্রতি ভীতি প্রদর্শন
৪৫৫. হযরত কাব ইবন উজরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যখন তোমাদের কেউ উযূ করে সালাত আদায়ের জন্য বের হয়, তখন সে যেন তার হাতের মধ্যে তাশবীক না করে। কেননা সে তখন সালাতের মধ্যেই থাকে।
(আহমদ, আবু দাউদ ও তিরমিযী উত্তম সনদে হাদীসখানা বর্ণনা করেছেন। তবে শব্দমালা সা'ঈদ আল-মাকবিরী সূত্রে হযরত কা'ব ইবন উজরা (রা) থেকে। ইবন মাজাহ ও সাঈদ আল-মাকবিরী সূত্রে কা'ব থেকে বর্ণিত। তবে তিনি একজন অপরিচিত ব্যক্তিকে সনদে উল্লেখ করেন নি।)
(আহমদ, আবু দাউদ ও তিরমিযী উত্তম সনদে হাদীসখানা বর্ণনা করেছেন। তবে শব্দমালা সা'ঈদ আল-মাকবিরী সূত্রে হযরত কা'ব ইবন উজরা (রা) থেকে। ইবন মাজাহ ও সাঈদ আল-মাকবিরী সূত্রে কা'ব থেকে বর্ণিত। তবে তিনি একজন অপরিচিত ব্যক্তিকে সনদে উল্লেখ করেন নি।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من البصاق فِي الْمَسْجِد وَإِلَى الْقبْلَة وَمن إنشاد الضَّالة فِيهِ وَغير ذَلِك مِمَّا يذكر هُنَا
455 - وَعَن كَعْب بن عجْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِذا تَوَضَّأ أحدكُم ثمَّ خرج عَامِدًا إِلَى الصَّلَاة فَلَا يشبكن بَين يَدَيْهِ فَإِنَّهُ فِي صَلَاة
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد بِإِسْنَاد جيد وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ من رِوَايَة سعيد المَقْبُري عَن رجل عَن كَعْب بن عجْرَة وَابْن مَاجَه من رِوَايَة سعيد المَقْبُري أَيْضا عَن كَعْب وَأسْقط الرجل الْمُبْهم
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد بِإِسْنَاد جيد وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ من رِوَايَة سعيد المَقْبُري عَن رجل عَن كَعْب بن عجْرَة وَابْن مَاجَه من رِوَايَة سعيد المَقْبُري أَيْضا عَن كَعْب وَأسْقط الرجل الْمُبْهم
বর্ণনাকারী: