আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৫২
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৫২. হযরত আবূ বুরদা ইবন আবূ মূসা আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা আমাকে হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) জিজ্ঞেস করেন, তুমি কি তোমার আব্বাকে জুমু'আর দিনের দু'আ কবুলের সময়ের ব্যাপারে রাসূলুল্লাহ (সা) থেকে কিছু বর্ণনা করতে শুনেছ? তিনি বলেন, আমি জবাব দিলামঃ হ্যাঁ, আমি শুনেছি। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ সেই (দু'আ কবুলের) সময়টি হচ্ছে ইমামের মিম্বারে বসা থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত এই অর্ন্তবর্তীকালীন সময়।
(মুসলিম ও আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদের বর্ণনায় আছে, "ইমামের মিম্বারে বসা হতে সালাত শেষ করা পর্যন্ত।" উল্লিখিত অভিমতটি একদল আলিম গ্রহণ করেছেন।)
(মুসলিম ও আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদের বর্ণনায় আছে, "ইমামের মিম্বারে বসা হতে সালাত শেষ করা পর্যন্ত।" উল্লিখিত অভিমতটি একদল আলিম গ্রহণ করেছেন।)
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1052 - وَعَن أبي بردة بن أبي مُوسَى الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ لي عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا أسمعت أَبَاك يحدث عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي شَأْن سَاعَة الْجُمُعَة قَالَ قلت نعم سمعته يَقُول سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول هِيَ مَا بَين أَن يجلس الإِمَام إِلَى أَن تقضى الصَّلَاة
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَقَالَ يَعْنِي على الْمِنْبَر وَإِلَى هَذَا القَوْل ذهب طوائف من أهل الْعلم
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَقَالَ يَعْنِي على الْمِنْبَر وَإِلَى هَذَا القَوْل ذهب طوائف من أهل الْعلم