আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৫৯
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আর দিনে গোসল করার প্রতি অনুপ্রেরণা

[পূর্ববর্তী অনুচ্ছেদে গোসল অধ্যায় নুবায়শা হুযালী, সালমান ফারসী, আওস ইবন আওস, আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে হাদীস বর্ণিত হয়েছে। আবু বকর ও ইমরান ইবন হুসায়ন (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি জুমু'আর দিন গোসল করবে, তার যাবতীয় গুনাহ ও পাপরাশি মোচন করা হবে। আল- হাদীস]
১০৫৯. হযরত আবূ উমামা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: জুমু'আর দিনে গোসলে চুলের মূল থেকে পাপরাশি দ্রুত গড়িয়ে পড়ে যায়।
(তাবারানী 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর বর্ণনা বিশ্বস্ত সূত্রে বর্ণিত।)
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي الْغسْل يَوْم الْجُمُعَة وَقد تقدم ذكر الْغسْل فِي الْبَاب قبله فِي حَدِيث نُبَيْشَة الْهُذلِيّ وسلمان الْفَارِسِي وَأَوْس بن أَوْس وَعبد الله بن عَمْرو وَتقدم أَيْضا حَدِيث أبي بكر وَعمْرَان بن حُصَيْن قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من اغْتسل يَوْم الْجُمُعَة كفرت عَنهُ ذنُوبه وخطاياه
الحَدِيث
1059 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الْغسْل يَوْم الْجُمُعَة ليسل الْخَطَايَا من أصُول الشّعْر استلالا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান