আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬১৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬১৭. জুমাই ইবন উমায়র সূত্রে তাঁর মামা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে উত্তম উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ সৎ ব্যবসা এবং মানুষের নিজের হাতের উপার্জন।
(হাদীসটি আহমদ ও বাযযার বর্ণনা করেছেন। তাবারানীও এটি তাঁর 'কবীরে' সংক্ষেপে বর্ণনা করেছেন এবং জুমাই ইবন উমায়র-এর মামার নাম আবু বুরদা উল্লেখ করেছেন। বায়হাকী এটি মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন নুমায়র সূত্রে বর্ণনা করেছেন। তাঁর নিকট উপরের হাদীসটির আলোচনা করা হলে তিনি বলেছিলেনঃ এটি আসলে সাঈদ ইবন উমায়র সূত্রে হবে।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2617- وَعَن جَمِيع بن عُمَيْر عَن خَاله قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن أفضل الْكسْب فَقَالَ بيع مبرور وَعمل الرجل بِيَدِهِ

رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير بِاخْتِصَار وَقَالَ عَن خَالِد أبي بردة بن نيار وروى الْبَيْهَقِيّ عَن مُحَمَّد بن عبد الله بن نمير وَذكر لَهُ هَذَا الحَدِيث فَقَالَ إِنَّمَا هُوَ عَن سعيد بن عُمَيْر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৬১৭ | মুসলিম বাংলা