আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১১২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১১২. হযরত হাবীব ইবনে মুগফিল (রা) থেকে বর্ণিত। তিনি দেখতে পান যে, মুহাম্মাদ কারশী দাঁড়িয়ে আছে এবং তার পরিধেয় বস্ত্র টাখনুর নিচে ঝুলছে। তখন হাবীব (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি অহংকারবশত কাপড় পরে চলাফেরা করে, সে তা ঝুলন্ত অবস্থায়ই জাহান্নামে যাবে।
(আহমাদ উত্তম সনদে, আবু ই'আলা ও তাবারানী বর্ণনা করেন।)
(আহমাদ উত্তম সনদে, আবু ই'আলা ও তাবারানী বর্ণনা করেন।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3112- وَعَن هبيب بن مُغفل بِضَم الْمِيم وسكونالمعجمة وَكسر الْفَاء رَضِي الله عَنهُ أَنه رأى مُحَمَّدًا الْقرشِي قَامَ فجر إزَاره فَقَالَ هبيب سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من وَطئه خُيَلَاء وَطئه فِي النَّار
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ