আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩৯৫
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলম করা, মাযলূমের বদ্ দু'আ ও মাযলুমকে লাঞ্ছিত করার প্রতি ভীতি প্রদর্শন এবং তাকে সাহায্য করার প্রতি অনুপ্রেরণা
৩৩৯৫. হযরত জাবির ও আবু তালহা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন মুসলমান যখন কোন মুসলমানকে এমন স্থানে লাঞ্ছিত করে যেখানে তার সম্মানের হানী হয়, আল্লাহ্ ঐ ব্যক্তিকে এমন স্থানে লাঞ্ছিত করবেন, যেখানে সে সাহায্য প্রাপ্তির আশা করবে। পক্ষান্তরে, কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে এমন স্থানে সাহায্য করে, যেখানে তার সম্মানহানীর সম্ভবনা ছিল, আল্লাহ তাকে তার প্রয়োজনে সাহায্য করবেন।
(আবু দাউদ বর্ণিত।)
(আবু দাউদ বর্ণিত।)
كتاب القضاء
التَّرْهِيب من الظُّلم وَدُعَاء الْمَظْلُوم وخذله وَالتَّرْغِيب فِي نصرته
3395- وَعَن جَابر وَأبي طَلْحَة رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من مُسلم يخذل امْرأ مُسلما فِي مَوضِع تنتهك فِيهِ حرمته وينتقص فِيهِ من عرضه إِلَّا خذله الله فِي موطن يحب فِيهِ نصرته وَمَا من امرىء ينصر مُسلما فِي مَوضِع ينتقص فِيهِ من عرضه وينتهك فِيهِ من حرمته إِلَّا نَصره الله فِي موطن يحب فِيهِ نصرته
رَوَاهُ أَبُو دَاوُد
رَوَاهُ أَبُو دَاوُد