আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৪৪
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
অধ্যায়: পুনরুত্থান ও কিয়ামত দিবসের ভয়ভীতি
পরিচ্ছেদ: শিঙায় ফুৎকার দেওয়া ও কিয়ামত কায়েম হওয়া
পরিচ্ছেদ: শিঙায় ফুৎকার দেওয়া ও কিয়ামত কায়েম হওয়া
৫৪৪৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামত কায়েম হয়ে যাবে, অথচ তাদের দু'জনের মাঝে কাপড় থেকে যাবে, তারা তা বিক্রি করে সারতে পারবে না এবং ভাঁজও করে সারবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে, অথচ লোকটি তার উটনীর দুধ নিয়ে ফিরে গেছে, যা সে পান করতে পারবে না। কিয়ামত কায়েম হয়ে যাবে, অথচ লোকটি চৌবাচ্চা পাকা করে তা থেকে পানি পান
করতে পারবে না। কিয়ামত কায়েম হয়ে যাবে অথচ লোকটি তার মুখের কাছে গ্রাস তুলে নিয়েছে। কিন্তু তা গলাধঃকরণ করতে পারবে না।
(আহমাদ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
করতে পারবে না। কিয়ামত কায়েম হয়ে যাবে অথচ লোকটি তার মুখের কাছে গ্রাস তুলে নিয়েছে। কিন্তু তা গলাধঃকরণ করতে পারবে না।
(আহমাদ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
كتاب الْبَعْث وأهوال يَوْم الْقِيَامَة
فصل فِي النفخ فِي الصُّور وَقيام السَّاعَة
فصل فِي النفخ فِي الصُّور وَقيام السَّاعَة
5444- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لتقوم السَّاعَة وثوبهما بَينهمَا لَا يبايعانه وَلَا يطويانه ولتقوم السَّاعَة وَقد انْصَرف بِلَبن لقحته لَا يطعمهُ ولتقوم السَّاعَة يلوط حَوْضه لَا يسْقِيه ولتقوم السَّاعَة وَقد رفع لقمته إِلَى فِيهِ لَا يطْعمهَا
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه
لاطه بِالطَّاءِ الْمُهْملَة بِمَعْنى مدره
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه
لاطه بِالطَّاءِ الْمُهْملَة بِمَعْنى مدره