আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৪৫
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
অধ্যায়: পুনরুত্থান ও কিয়ামত দিবসের ভয়ভীতি
পরিচ্ছেদ: শিঙায় ফুৎকার দেওয়া ও কিয়ামত কায়েম হওয়া
৫৪৪৫. হযরত আবু মারিয়্যা সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। অথবা আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, শিঙায় ফুৎকার দানকারী দু'জন ফিরিশতা দ্বিতীয় আকাশে রয়েছে। তাদের দু'জনের মধ্যে একজনের মাথা পূর্ব দিগন্তে এবং তার দু'পা পশ্চিম দিগন্তে। অথবা বলেছেন, তাদের দু'জনের মধ্যে একজনের মাথা পশ্চিম দিগন্তে এবং তার দু'পা পূর্ব দিগন্তে অবস্থিত। তারা উভয়ে অপেক্ষা করছে যে কখন তাদেরকে শিঙায় ফুৎকার দিতে নির্দেশ দেওয়া হয়। তখন তারা ফুৎকার দেবে।
(আহমাদ উৎকৃষ্ট সনদে এরূপ ইরসাল ও ইত্তিসাল এর ব্যাপারে সন্দেহ সহকারে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
كتاب الْبَعْث وأهوال يَوْم الْقِيَامَة
فصل فِي النفخ فِي الصُّور وَقيام السَّاعَة
5445- وَعَن أبي مرية عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَو عَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ النافخان فِي السَّمَاء الثَّانِيَة رَأس أَحدهمَا بالمشرق وَرجلَاهُ بالمغرب أَو قَالَ رَأس أَحدهمَا بالمغرب وَرجلَاهُ بالمشرق ينتظران مَتى يؤمران أَن ينفخا فِي الصُّور فينفخان

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد هَكَذَا على الشَّك فِي إرْسَاله أَو اتِّصَاله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪৪৫ | মুসলিম বাংলা