আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৮৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের অন্ধকার, কৃষ্ণতা ও স্ফুলিঙ্গের বর্ণনা
৫৫৮৩. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, জাহান্নামের আগুন এক হাজার বছর অবধি প্রজ্বলিত রাখা হয়েছে, ফলে তা লাল বর্ণ ধারণ করেছে, এরপর আরও এক হাজার বছর প্রজ্বলিত রাখা হয়েছে। ফলে তা সাদা বর্ণ ধারণ করেছে, এরপর আরও এক হাজার বছর প্রজ্বলিত রাখা হয়েছ। ফলে তা কালো বর্ণধারণ করেছে। সুতরাং জাহান্নামের আগুন অন্ধকার রাতের মত কালো।
(তিরমিযী, ইবন মাজাহ ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, এতদসম্পর্কে আবূ হুরায়রা (রা) বর্ণিত রিওয়ায়েতটি মাওকূফ সনদে অধিক বিশুদ্ধ। শারীক সূত্রে ইয়াহইয়া ইবন আবু বুকায়র ব্যতীত কেউ হাদীসটি মারফু'রূপে বর্ণনা করেছেন বলে আমার জানা নেই।
মালিক ও বায়হাকী শু'আবুল ঈমান এ সংক্ষিপ্তাকারে মারফু' সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, "তোমরা কি জাহান্নামের আগুনকে তোমাদের এ আগুনের মত লালবর্ণ মনে কর? অবশ্যই জাহান্নামের আগুন আলকাতরার চেয়েও বেশী কালো।"
রাযীন এ অংশটুকু বেশি বর্ণনা করেছেন, "যদি জাহান্নামীরা তোমাদের আগুন পেত, তবে তারা এতে নিদ্রা যেত। অথবা বলেছেন, তারা অবশ্যই এতে ফিরিয়ে নিত।")
كتاب صفة الجنة والنار
فصل فِي ظلمتها وسوادها وشررها
5583- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ : أُوقِدَ عَلَى النَّارِ أَلْفُ سَنَةٍ حَتَّى أحْمَرَّتْ، ثُمَّ أُوقِدَ عَلَيْهَا أَلْفُ سَنَةٍ حَتَّى ابْيَضَتْ، ثُمَّ أُوقِدَ عَلَيْهَا أَلْفُ سَنَةٍ حَتَّى اسْوَدَّتْ، فَهِيَ سَوْدَاءُ كَاللَّيْلِ الْمُظْلِمِ
رواه الترمذي وابن ماجه والبيهقي، وقال الترمذى حديث أبى هريرة في هذا موقوف أصح، ولا أعلم أحدا رفعه غير يحيى بن أبى بكير عن شريك. ورواه مالك والبيهقى فى الشعب مختصراً مرفوعا قال : أتَرَوْنَهَا خَمْرًا كَتَارِكُمْ هَذِهِ لَهِي
أَشَدُّ سَوَادًا مِنَ الغار
زاد رزين : وَلَوْ أَهْلَ النَّارِ أَصَابُوا نَارَكُمْ هَذِهِ لَنَامُوا فِيهَا أَوْ قَالَ : لَقَالُوا فِيهَا.
tahqiqতাহকীক:
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৮৩ | মুসলিম বাংলা