মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়া পছন্দনীয় তার বিবরণ।
২৩। আয়েশা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন নারীর জন্য কল্যাণ ও বরকতের বিষয় হলো তার বিয়ের প্রস্তাব সহজ হওয়া, তার মহরানা কম হওয়া এবং তার গর্ভধারণ এবং সন্তান প্রসব সহজ হওয়া।
(হাকিম, বায়হাকী। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب النكاح
باب صفة المرأة التى تستحب خطبتها
عن عائشة رضى الله عنها (9) ان رسول الله صلى الله عليه وسلم قال من يمن (10) المرأة تيسير خطبتها (11) وتيسير صداقها (12) وتيسير رحمها
tahqiqতাহকীক:তাহকীক চলমান