মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৭৯
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৭৯। আবূ হাযির (র) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবন উমর (রা)-কে সবুজ মটকায় নাবীয তৈরী করা সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আল্লাহ তা'আলা ও তার রাসূলুল্লাহ (ﷺ) এটা হতে নিষেধ করেছেন। এরপর লোকটি ইবন আব্বাস (রা)-এর নিকট গিয়ে উমর (রা) প্রদত্ত বক্তব্য তার নিকট ব্যক্ত করল। তখন ইবন আব্বাস (রা)-এর নিকট গিয়ে ইবন উমর (রা) প্রদত্ত বক্তব্য তার নিকট ব্যক্ত করল। তখন ইবন আব্বাস (রা) বললেন, তিনি সত্য বলেছেন। এরপর লোকটি ইবন আব্বাস (রা)-কে বলল, কোন প্রকার মটকা ব্যবহার করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন? তিনি বললেন, যা মাটি দ্বারা তৈরী হয়।
(মুসলিম, নাসাঈ, বায়হাকী)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
عن أبى حاضر (1) قال سئل ابن عمر رضى الله عنهما عن الجر ينبذ فيه، فقال نهى الله عز وجل عنه ورسوله، فانطلق الرجل إلى ابن عباس فذكر ما قاله ابن عمر، فقال ابن عباس صدق، فقال الرجل لابن عباس أى جرّ نهى عنه رسول الله صلى الله عليه وسلم؟ قال كل شئ يصنع من مدر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৯ | মুসলিম বাংলা