মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ২৯
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: ইসমাঈল (আ) ও তাঁর জননী হাজেরা সমেত ইব্রাহীমের (আ) ফারান পর্বতমালা তথা মক্কাভূমিতে হিজরত, যমযমের অস্তিত্বের কারণ ও ইব্রাহীম (আ) কর্তৃক বাইতুল 'আতীক নির্মাণ
(২৯) 'আবদুল্লাহ ইবন উমার (রা) থেকে বর্ণিত, তাঁকে আবদুর রহমান ইবন মুহাম্মদ ইব্‌ন আবী বকর (রা) জানিয়েছেন যে, আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, তুমি কি দেখ না (হে আয়েশা), তোমার কওম বা সম্প্রদায় যখন কা'বা পুনঃনির্মাণ করে, তখন কা'বাকে ইব্রাহিমী ভিত থেকে কমিয়ে ছোট করে দিয়েছে? তখন আমি বললাম, আপনি কি কা'বাকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনবেন না? রাসূল (ﷺ) বললেন, যদি তোমার কওমের কুফরীর সাথে সংশ্লিষ্টতা অল্পদিনের না হতো (তাহলে আমি তা করতাম)। আবদুল্লাহ ইবন উমার (রা) বলেন, আল্লাহর শপথ, আয়েশা যদি আল্লাহর রাসূল (ﷺ) এর কাছ থেকে এরূপ শুনে থাকে, তবে আমি মনে করি আল্লাহর রাসূল (ﷺ) হিজর (হাতীম) সংলগ্ন দু'টি রুকনের ইসতিলাম (চুম্বন ও স্পর্শ) করতেন না কেবল এ কারণেই যে, বাইতুল্লাহর পুননির্মাণ ইব্রাহিমী ভিতের উপর সম্পন্ন হয়নি। তাঁর উদ্দেশ্য ছিল, মানুষ যাতে ইব্রাহিমী ভিতের পেছন দিক থেকে সমগ্র বাইতের তাওয়াফ সম্পন্ন করে।
(এটিও বুখারীর সেই সুদীর্ঘ হাদীসেরই অন্তর্ভুক্ত।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر مهاجرة ابراهيم بابنه اسماعيل وأمه هاجر الى جبال قاران وهى أرض مكة وسبب وجود زمزم وبنائه البيت العتيق
عن عبد الله بن عمر (5) أن عبد الرحمن بن محمد بن أبى بكر الصديق أخبره أن عائشة رضى الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ألم ترى الى قرمك حين بنوا الكعبة اقتصروا عن قواعد ابراهيم عليه السلام؟ قالت قلت يا رسول الله أفلا تردها على قواعد أبراهيم؟ قال رسول الله صلى الله عليه وسلم لولا حدثان قومك بالكفر قال عبد الله بن عمر فوالله لئن كانت عائشة سمعت ذلك من رسول الله صلى الله عليه وسلم ما أرى رسول الله صلى الله عليه وسلم ترك استلام الركنين اللذين يليان الحجر الا أن البيت لم يتمم على قواعد ابراهيم عليه السلام إرادة أن يستوعب الناس الطواف بالبيت كله من وراء قواعد ابراهيم عليه السلام
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৯ | মুসলিম বাংলা