মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৩০
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: ইসমাঈল (আ) ও তাঁর জননী হাজেরা সমেত ইব্রাহীমের (আ) ফারান পর্বতমালা তথা মক্কাভূমিতে হিজরত, যমযমের অস্তিত্বের কারণ ও ইব্রাহীম (আ) কর্তৃক বাইতুল 'আতীক নির্মাণ
(৩০) আবু যর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ), যমিনের উপর সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়? তিনি বলেন, মাসজিদুল হারাম। আমি বললাম, এরপর কোনটি? তিনি বলেন, মসজিদুল আকসা। আমি বললাম, এই দুই মসজিদের মধ্যে কতদিনের ব্যবধান? তিনি বলেন, চল্লিশ বছর। এরপর তিনি বলেন, যেখানেই সালাতের সময় হবে, সালাত আদায় করবে, কারণ সেখানেই মসজিদ।
(এই হাদীসের উদ্ধৃতি তৃতীয় খণ্ডে কিতাবুস সালাতে বর্ণিত হয়েছে।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر مهاجرة ابراهيم بابنه اسماعيل وأمه هاجر الى جبال قاران وهى أرض مكة وسبب وجود زمزم وبنائه البيت العتيق
عن أبى ذر (1) قال قلت يا رسول الله أى مسجد وضع فى الأرض أول؟ قال المسجد الحرام، قال قلت ثم أى؟ قال ثم المسجد الأقصى، قال قلت كم بينهما؟ قال أربعون سنة، ثم قال أربعون سنة، ثم قال اينما أدركتك الصلاة فصل فهو مسجد
tahqiqতাহকীক: