আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৬৬৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৮৬- যে লোক আল্লাহর নিকট চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন।
৬৬৪. হযরত আনাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন : যখন আল্লাহর দরবারে মুনাজাত কর তখন দৃঢ়তার সাথে করিবে। তোমাদের মধ্যকার কেহ যেন দু'আয় এরূপ না বলে যে, যদি তুমি চাও তবে আমাকে দান কর, কেননা কেহ আল্লাহকে (দেওয়ার জন্য) বাধ্য করিতে পারিবে না।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُسَدَّدٌ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ ، عَنْ أَنَسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا دَعَوْتُمُ اللَّهَ فَاعْزِمُوا فِي الدُّعَاءِ ، وَلا يَقُولَنَّ أَحَدُكُمْ : إِنْ شِئْتَ فَأَعْطِنِي ، فَإِنَّ اللَّهَ لا مُسْتَكْرِهَ لَهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)