মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪৪১
- পাক-পবিত্রতার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৪১। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হল, কোন পুরুষ (জাগ্রত হয়ে শুক্রের) আর্দ্রতা অনুভব করল; কিন্তু স্বপ্নদোষের কথা তার মনে পড়ল না। এমতাবস্থায় সে কি করবে? তিনি বললেন, সে গোসল করবে। পক্ষান্তরে কোন পুরুষের স্মরণ হচ্ছে যে, তার স্বপ্নদোষ হয়েছে; কিন্তু কোনরূপ আর্দ্রতা অনুভব করছে না। সে কি করবে? তিনি বললেন, তার উপর গোসল ফরজ নয়। তখন উম্মে সুলাইম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! যে স্ত্রীলোক ঐরূপ দেখবে তার উপরও কি গোসল ফরজ হবে? তিনি বললেন, হ্যাঁ, স্ত্রীলোকেরা পুরুষদেরই অনুরূপ। -তিরমিযী, আবু দাউদ
كتاب الطهارة
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ يَجِدُ الْبَلَلَ وَلَا يَذْكُرُ احْتِلَامًا قَالَ «يَغْتَسِلُ» وَعَنِ الرَّجُلِ يَرَى أَنه قد احْتَلَمَ وَلم يَجِدُ بَلَلًا قَالَ: «لَا غُسْلَ عَلَيْهِ» قَالَتْ أم سَلمَة يَا رَسُول الله هَلْ عَلَى الْمَرْأَةِ تَرَى ذَلِكَ غُسْلٌ قَالَ «نَعَمْ إِنَّ النِّسَاءَ شَقَائِقُ الرِّجَالِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَرَوَى الدَّارِمِيُّ وَابْنُ مَاجَهْ إِلَى قَوْله: «لَا غسل عَلَيْهِ»
হাদীসের ব্যাখ্যা:
উপরিউক্ত হাদীস থেকে প্রমাণিত হয় যে, বীর্যপাত হওয়া স্বপ্নে দেখলেই শুধু হবে না ঘুম থেকে উঠে যদি বাস্তবে বীর্যপাত হওয়া পরিলক্ষিত হয় তাহলে গোসল জরুরী হবে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/১৬৪) হযরত উম্মে সালামা রা. থেকেও একটি সহীহ হাদীসে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ স. ইরশাদ করেছেন: স্বপ্নদোষে বীর্যপাত হলে গোসল ফরয হবে। (বুখারী: ২৭৮)