মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪৪৩
- পাক-পবিত্রতার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৪৩। হযরত আবু হরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, প্রত্যেক চুলের নীচেই নাপাকী রয়েছে; সুতরাং চুলরাজিকে উত্তমরূপে ধৌত করবে। চর্মকে ভালভাবে ঘষে) পরিষ্কার করবে। -আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ
كتاب الطهارة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: «تَحت كل شَعْرَة جَنَابَةٌ فَاغْسِلُوا الشَّعْرَ وَأَنْقُوا الْبَشْرَةَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَالْحَارِثُ بْنُ وَجِيهٍ الرَّاوِي وَهُوَ شيخ لَيْسَ بذلك
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে বলা হয়েছে প্রত্যেক পশমের নিচে জানাবাত রয়েছে এবং রসূল স. সেটা পরিস্কারেরও নির্দেশ দিয়েছেন। আর নাকের মধ্যেও যেহেতু পশম রয়েছে সুতরাং সেটা ধুয়া জরুরী হবে। আর তার মাধ্যম হল নাকে পানি দেয়া। অতএব, এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, নাকে পানি দেয়া জরুরী। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/১৬৪)