মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫২৬
- পাক-পবিত্রতার অধ্যায়
১০. প্রথম অনুচ্ছেদ - তায়াম্মুম
৫২৬। হযরত হোযায়ফাহ ইবন ইয়ামান (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, গোটা মানব জাতির উপর তিনটি বিষয়ে আমাদের শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে। আমাদের সারি বা কাতারকে ফিরিশতাদের সারির ন্যায় করা হয়েছে। সমগ্র ভূ-পৃষ্ঠকে আমাদের জন্য নামাযের স্থান এবং তার মাটিকে আমাদের জন্য পবিত্রকারী করা হয়েছে। যদি আমরা পানি না পাই। -মুসলিম
كتاب الطهارة
بَابُ التَّيَمُّمِ
عَنْ حُذَيْفَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فُضِّلْنَا عَلَى النَّاسِ بِثَلَاثٍ جُعِلَتْ صُفُوفُنَا كَصُفُوفِ الْمَلَائِكَةِ وَجُعِلَتْ لَنَا الْأَرْضُ كلهَا مَسْجِدا وَجعلت تربَتهَا لنا طَهُورًا إِذَا لَمْ نَجِدِ الْمَاءَ» . رَوَاهُ مُسْلِمٌ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)