মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫৫৭
- পাক-পবিত্রতার অধ্যায়
১৩. প্রথম অনুচ্ছেদ - রক্তপ্রদর রোগিণী
৫৫৭। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, ফাতিমা বিনত আবু হুবাইশ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি সর্বদা ইস্তেহাজা রোগে আক্রান্ত থাকি। কখনও পবিত্র হই না। এমতাবস্থায় আমি কি আমার নামায আদায় পরিত্যাগ করব? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, না, তা একটি শিরার রক্ত। হায়েজের রক্ত নয়। তোমার হায়েজ শুরু হলে নামায আদায় বন্ধ করবে। আর হায়েজের মেয়াদ শেষ হয়ে গেলে তুমি তোমার শরীর হতে রক্ত ধুয়ে ফেলবে (অর্থাৎ গোসল করবে) এবং নামায পড়তে শুরু করবে। -বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ الْمُسْتَحَاضَةِ
عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلَا أطهر أفأدع الصَّلَاة فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَ بِحَيْضٍ فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلَاةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْك الدَّم ثمَّ صلي»
হাদীসের ব্যাখ্যা:
হায়েয বা নিফাস ব্যতীত কোন রোগের কারণে মহিলাদের যে রক্ত দেখা যায় তাকে ইস্তিহাযা বলে। এ হাদীসে ইস্তিহাযা রোগে আক্রান্ত মহিলার ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে যে, প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন করে অযু করবে। এ বিধানটি শুধু ইস্তিহাযা রোগে আক্রান্ত মহিলার জন্যই নয়। বরং শরীর হতে সার্বক্ষণিক নাপাক বের হতে থাকা যে কোন মা’জুর তথা রোগাক্রান্ত ব্যক্তির জন্যই এটা প্রযোজ্য হবে। (শামী: ১/৩০৬)