মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৩০১২
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৬. প্রথম অনুচ্ছেদ - দানসমূহ
৩০১২। উক্ত হযরত জাবের (রাঃ) বলেন, যে জীবন-স্বত্বের অনুমতি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়াছেন তাহা হইল, দাতা এইরূপ বলিবে, 'ইহা তোমার ও তোমার উত্তরাধিকারীদের জন্য, কিন্তু যে এমন বলিবে, ইহা তোমার জন্য যাবৎ তুমি বাঁচিয়া থাক, তখন উহা তাহার দাতার দিকে ফিরিয়া যাইবে। – মোত্তাঃ
كتاب البيوع
وَعَنْهُ قَالَ: إِنَّمَا الْعُمْرَى الَّتِي أَجَازَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِن يَقُول: هِيَ لعقبك فَأَمَّا إِذَا قَالَ: هِيَ لَكَ مَا عِشْتَ فَإِنَّهَا ترجع إِلَى صَاحبهَا

হাদীসের ব্যাখ্যা:

‘দাতার দিকে ফিরিয়া যাইবে'—ইহা হযরত জাবেরের মত, হুযূরের নহে। ওলামা সাধারণ ইহাকে গ্রহণ করেন নাই। তাঁহাদের মতে ওমরা বা জীবনস্বত্ব হইল আসলে হেবা। হেবায় হেবার দ্রব্য হেবা গ্রহীতার হস্তগত হইলে উহা তাহারই হইয়া যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান