মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭৭১
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকার্য এবং সাক্ষ্যদান
৩৭৭১। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) হইতে বর্ণিত, দুই ব্যক্তি একটি জানোয়ার সম্পর্কে দাবী করিল এবং তাহারা প্রত্যেকে নিজ নিজ দাবীর সমর্থনে সাক্ষ্য-প্রমাণও পেশ করিল যে, উহা তাহার এবং সে-ই ষাঁড় দ্বারা প্রজনন করাইয়া বাচ্চা হাসিল করিয়াছে। রাসূলুল্লাহ্ (ﷺ) জীবটি তাহাকেই প্রদান করিলেন যাহার দখলে ছিল। —শরহে সুন্নাহ্
كتاب الإمارة والقضاء
وَعَن جابرِ بن عبدِ الله: أَنَّ رَجُلَيْنِ تَدَاعَيَا دَابَّةً فَأَقَامَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا الْبَيِّنَةَ أَنَّهَا دَابَّتُهُ نَتَجَهَا فَقَضَى بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلَّذِي فِي يدِهِ. رَوَاهُ فِي «شرح السّنة»
হাদীসের ব্যাখ্যা:
দাবী ও প্রমাণ উপস্থিত করার মধ্যে উভয়ই সমান। আর দখল হইল তাহার উপরে অতিরিক্ত প্রমাণ, কাজেই প্রাধান্য তাহার।